• ঢাকা
  • রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিপ্লবীদের হত্যা করে কখনোই বিপ্লবের চেতনা দমন করা যায় না: জামায়াত আমির


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২১, ২০২৫, ১০:২২ এএম
বিপ্লবীদের হত্যা করে কখনোই বিপ্লবের চেতনা দমন করা যায় না: জামায়াত আমির

বিপ্লবীদের হত্যা করে কখনোই বিপ্লবের চেতনা দমন করা যায় না—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বরং এ ধরনের হত্যাকাণ্ড বিপ্লবী আদর্শকে আরও শক্তিশালী ও বিস্তৃত করে তোলে।

রোববার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “হাদির শত্রুরা আসলে বাংলাদেশেরই শত্রু। কারণ হাদি ও তাঁর সহযোদ্ধারা ছিলেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিজস্ব সংস্কৃতির পক্ষে।” তিনি দাবি করেন, হাদি সবসময় অপসংস্কৃতির বিরুদ্ধে এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পক্ষে কথা বলেছেন।

জামায়াত আমির আরও বলেন, “এই দেশ ও জাতির দায়িত্ব আমাদেরই নিতে হবে। যারা দেশের ক্ষতি করতে চায়, তাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না—এটাই ছিল তাদের অঙ্গীকার।” তিনি উল্লেখ করেন, হাদি ও তাঁর সহকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিলেও কখনো কারও ওপর জুলুম করেননি।

হাদির ব্যক্তিগত চরিত্র তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, “হাদি আজীবন ইনসাফের কথা বলেছেন। এমনকি শত্রুর প্রতিও অন্যায় আচরণ করতে তিনি রাজি ছিলেন না। তিনি চেয়েছেন—কেউ যেন কারও প্রতি অবিচার না করে।”

তিনি আরও বলেন, “গতকালের জানাজা শুধু দেশের মানুষ নয়, সারা বিশ্বের মানুষ প্রত্যক্ষ করেছে। এতে প্রমাণ হয়েছে, হাদির আদর্শ মানুষের হৃদয়ে গভীরভাবে জায়গা করে নিয়েছে।”

সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে জামায়াত আমির বলেন, “এ পর্যন্ত সরকারের পদক্ষেপে জনগণ সন্তুষ্ট নয়। তবে হাদির জানাজায় প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টামণ্ডলীর উপস্থিতির মাধ্যমে জনগণের আবেগ ও প্রত্যাশা তারা নিশ্চয়ই উপলব্ধি করেছেন।”

দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সব ধরনের সন্দেহের ঊর্ধ্বে উঠে দ্রুত খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। যদি অপরাধীরা পার পেয়ে যায়, তাহলে দেশের কোনো নাগরিকই নিরাপদ থাকবে না।”

এম

Wordbridge School
Link copied!