• ঢাকা
  • শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গ্যাস পাইপ লাইনে ট্রলারের আঘাত, রাজধানীতে তীব্র গ্যাস সংকট


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৯, ২০২৬, ০৩:৪৬ পিএম
গ্যাস পাইপ লাইনে ট্রলারের আঘাত, রাজধানীতে তীব্র গ্যাস সংকট

ফাইল ছবি

ঢাকা: মালবাহী ট্রলারের আঘাতে রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদীতে গ্যাস বিতরণ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ঢাকা মহানগরী এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের কাজ চলছে।

শুক্রবার (৯ জানুয়ারি) এক বার্তায় এসব তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, ক্ষতিগ্রস্ত বিতরণ গ্যাস পাইপলাইন মেরামত করা হলেও মেরামতকালীন পাইপে পানি প্রবেশ করায় এবং একই সঙ্গে ঢাকা শহরে গ্যাসের সরবরাহ কম থাকায় ঢাকা মহানগরীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

পিএস

Wordbridge School
Link copied!