• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সিইসির সঙ্গে বৈঠকে যাচ্ছে বিএনপি প্রতিনিধিদল


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৩, ২০২৫, ০৯:৫৪ এএম
সিইসির সঙ্গে বৈঠকে যাচ্ছে বিএনপি প্রতিনিধিদল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এর নেতৃত্বে দলটির প্রতিনিধি দল শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

জানা গেছে, বৈঠকে নির্বাচনী আসন পুনর্বিন্যাস, ভোটের প্রস্তুতি এবং নির্বাচন কমিশনের ভূমিকা সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। বিএনপি নির্বাচন কমিশনের প্রতি দলের অবস্থান ও দাবি তুলে ধরবে বলেও জানা গেছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের ধারাবাহিক সংলাপ অব্যাহত রয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন জানান, দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেয়।

এর কিছুক্ষণ পর সন্ধ্যা ৬টায় একই স্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগের দিন, মঙ্গলবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নেতৃত্বে দলটির শীর্ষ নেতারা ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেন।

এম

Wordbridge School
Link copied!