• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

খালেদা জিয়াকে বহনে প্রস্তুত রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৪, ২০২৫, ১০:৪৮ পিএম
খালেদা জিয়াকে বহনে প্রস্তুত রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে স্থানান্তরের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তাকে বহনের জন্য কাতার সরকারের পাঠানো বিশেষায়িত রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার ভোররাতেই ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও হঠাৎ উদ্ভূত একটি কারিগরি ত্রুটির কারণে সূচিতে সামান্য পরিবর্তন আসতে পারে বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তাদের ভাষ্যে, কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে আনুষ্ঠানিকভাবে সম্মতি দিলেও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এখনো পর্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র পায়নি। কাতারের সিভিল এভিয়েশন কিংবা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে লিখিত শিডিউল পাওয়ার পরই বেবিচক অবতরণের অনুমতি দেবে।

সূত্র জানায়, সম্ভাব্য আগমনের আগে থেকেই বিমানবন্দর এলাকায় নিরাপত্তা বাহিনী সুইপিং সম্পন্ন করেছে। পাশাপাশি স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা বিমানবন্দরে অবস্থান নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি পৌঁছানোর পর তা পরীক্ষা-নিরীক্ষার প্রস্তুতিও সম্পন্ন করেছেন। নিরাপত্তা সন্তোষজনক হলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতাল থেকে মেডিকেল হেলিকপ্টারের মাধ্যমে বিমানবন্দরে আনা হবে।

এর আগে বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, চিকিৎসক দলের পরামর্শে তাকে দ্রুত লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসক, পরিবার ও দলের ঘনিষ্ঠ নেতৃবৃন্দসহ মোট ১৪ জন সফরসঙ্গী লন্ডনে যাচ্ছেন। দলের পক্ষ থেকে প্রকাশিত তালিকায় রয়েছেন—
সৈয়দা শামিলা রহমান, ডা. জাহিদ হোসেন, ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. জাফর ইকবাল ও ডা. মোহাম্মদ আল মামুন।

এ ছাড়া সফরে থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, মো. আব্দুল হাই মল্লিক, মো. মাসুদার রহমান, ফাতেমা বেগম ও রূপা শিকদার।

এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করে পুনরায় উড্ডয়নে প্রস্তুত হতে কয়েক ঘণ্টা সময় লাগবে বলে জানা গেছে। এরপরই খালেদা জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে নেওয়া হবে—কারিগরি ত্রুটির সমাধান এবং সংশ্লিষ্ট অনুমোদন প্রাপ্তির ওপর যার সবকিছু নির্ভর করছে।

এম

Wordbridge School
Link copied!