বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার পরবর্তী ধাপ হিসেবে তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকায় পৌঁছালে খালেদা জিয়ার বিদেশ যাত্রার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে।
যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশগামী একটি বিমানে ওঠেন জুবাইদা রহমান। সবকিছু স্বাভাবিক থাকলে শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে তার।
ঢাকায় পৌঁছে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন বলে পরিবারসূত্র জানিয়েছে। খালেদা জিয়ার চলমান চিকিৎসা ও বিদেশে নেওয়ার প্রস্তুতি তদারকির দায়িত্ব তিনি নিজেই পালন করছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে নেওয়ার জন্য বিশেষ গাড়িও প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে কাতার থেকে পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে একটি ‘কারিগরি ত্রুটি’ দেখা দেওয়ায় যাত্রা কিছুটা বিলম্বিত হতে পারে বলে জানিয়েছে দলীয় সূত্র। উন্নত চিকিৎসা সুবিধাসংবলিত এই বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে সংকটাপন্ন রোগী পরিবহনের সব ধরনের আধুনিক যন্ত্রপাতি রয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জে এম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সর্বসম্মত মতামতের ভিত্তিতে এবং শারীরিক জটিলতাকে বিবেচনায় রেখে তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিবার ও চিকিৎসক টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে ১৭ সদস্যের একটি মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়েছে, যাতে দীর্ঘ যাত্রাপথেও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হয়।
চূড়ান্তভাবে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করলে যেকোনো মুহূর্তেই লন্ডনের উদ্দেশে যাত্রা করতে পারেন বেগম খালেদা জিয়া।
এম







































