• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কালকেও নয়, খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হতে পারে রোববার


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৫, ২০২৫, ১০:৩৪ এএম
কালকেও নয়, খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হতে পারে রোববার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আজ শুক্রবার ঢাকায় আসছে না। কারিগরি কারণে ফ্লাইট বিলম্ব হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।

শায়রুল বলেন, “কারিগরি ত্রুটির কারণে আজ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করতে পারছে না। সব ঠিকঠাক থাকলে এটি আগামীকাল শনিবার পৌঁছাবে।”

তিনি আরও জানান, এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর পর খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের মতামতের ওপর ভিত্তি করে চূড়ান্ত যাত্রার সিদ্ধান্ত নেওয়া হবে।

“ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার উপযোগী থাকে এবং মেডিকেল বোর্ড সবুজ সংকেত দেয়, তাহলে ইনশাআল্লাহ ৭ তারিখ, অর্থাৎ রোববার, লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন,” বলেন শায়রুল কবির খান।

এদিকে খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে পরিবার, দল ও চিকিৎসক টিম নিবিড় সমন্বয়ে কাজ করছে। যাত্রার প্রতিটি ধাপ ঘিরে সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

এম

Wordbridge School
Link copied!