• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জামায়াতের ফেতনা কাদিয়ানির চেয়েও ভয়াবহ: হেফাজত আমির


চট্টগ্রাম প্রতিদিন নভেম্বর ৮, ২০২৫, ০৬:১৩ পিএম
জামায়াতের ফেতনা কাদিয়ানির চেয়েও ভয়াবহ: হেফাজত আমির

ছবি: প্রতিনিধি

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও জামিয়া বাবুনগর মাদরাসার প্রধান পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, জামায়াতে ইসলামীর ফেতনা কাদিয়ানিদের চেয়েও ভয়াবহ। কাদিয়ানিরা ইমানের যত ক্ষতি করতে পারেনি, জামায়াতে ইসলামী তার চেয়ে বেশি ক্ষতি করেছে।

শুক্রবার (৭ নভেম্বর) ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার ১০৩তম বার্ষিক মাহফিলের সমাপনী দিনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ইমান-আকিদা রক্ষায় বাংলাদেশ থেকে জামায়াতে ইসলামকে নির্মূলের চেষ্টা করতে হবে। যারা সাহাবায়ে কেরামকে নিয়ে কটূক্তি করে, তারা ইসলামের অনুসারী হতে পারে না। জামায়াত ইসলামি সংগঠনের নাম ব্যবহার করলেও প্রকৃতপক্ষে তারা ইমানের বড় ডাকাত।

বাবুনগরী বলেন, আমাদের ইসলাম মদিনার ইসলাম, আর জামায়াতে ইসলামের ইসলাম মওদুদীবাদীর ইসলাম। যদি ইমান রক্ষা করতে চাও, তবে জামায়াতে ইসলাম থেকে দূরে থাকতে হবে। যারা জামায়াতে ইসলামীতে আছে, তাদের ইমান নিয়েও সন্দেহ রয়েছে।

মাহফিলের মঞ্চে বক্তব্য দেন খেলাফত মজলিশ বাংলাদেশের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, এখন বাংলাদেশে স্কুল, কলেজ, কওমি ও আলিয়া মাদরাসা থেকে একযোগে ফ্যাসিবাদবিরোধী জাগরণ শুরু হয়েছে, যা কেউ থামাতে পারবে না। তিনি আরও বলেন, আল্লামা বাবুনগরীর নেতৃত্বে ইসলাম ও দ্বীনের জন্য চলমান সংগ্রাম ইতিহাসে এক সাহসী অধ্যায় হয়ে থাকবে।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমদুল্লাহ বলেন, আজকের তরুণ সমাজের এক বড় অংশ ইসলামের পথে ফিরে আসছে, কিন্তু পশ্চিমা সভ্যতার অপশক্তি নানা ছলে তাদের ইমান কেড়ে নিচ্ছে। শিক্ষার নামে, আধুনিকতার নামে মুসলমানদের আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তিনি আল্লাহর কাছে দোয়া করেন যেন ওলামায়ে কেরামদের এমন যোগ্যতা ও সাহস দান করেন, যাতে তাঁরা সমাজকে কোরআন ও সুন্নাহর আলোকে পরিবর্তন করতে পারেন।

বক্তারা বলেন, বাবুনগর মাদরাসা কোনো সাধারণ প্রতিষ্ঠান নয়; এটি এক জ্ঞানের বাতিঘর, যেখান থেকে যুগে যুগে ইমান ও আমলের বাণী ছড়িয়ে পড়ছে। মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, আলেম-ওলামা, সাংবাদিক ও হাজারো মুসল্লি।

মাহফিলের দ্বিতীয় ও সমাপনী দিনে বয়ান করেন আল্লামা সায়্যিদ মওদুদ মাদানি (দেওবন্দ, ভারত), আল্লামা আওরঙ্গজেব ফারুকী (করাচি, পাকিস্তান), মুফতি মাহমুদ হাসান (চট্টগ্রাম), মুফতি সাখাওয়াত হোসাইন রাজি (ঢাকা) ও মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী (ঢাকা)। মাহফিল শেষে দেশের কল্যাণ ও মুসলিম উম্মাহর ঐক্যের জন্য বিশেষ দোয়া করা হয়।

এসএইচ 

Wordbridge School
Link copied!