• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইসলামী ও সমমনা ৮ দলের মহাসমাবেশ আজ


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৬, ২০২৫, ১২:২৬ পিএম
ইসলামী ও সমমনা ৮ দলের মহাসমাবেশ আজ

সিলেটে ইসলামী ও সমমনা আট দলের মহাসমাবেশ আজ। ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশে উপস্থিত থাকছেন আট দলের কেন্দ্রীয় নেতারা। নির্বাচনপূর্ব এই সমাবেশ সফলে বড় ধরনের গণজমায়েতের লক্ষ্যে গত কদিন ধরে পুরো বিভাগে প্রচারণা চালানো হয়েছে। 

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণসহ পাঁচ দফা দাবিতে এই মহাসমাবেশের আয়োজন।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমির ও আট দলীয় লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলাম জানান, মহাসমাবেশ উপলক্ষ্যে প্রায় একশ অতিথি বসার উপযোগী বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠান মঞ্চ থেকে সংযোগ টানানো হয়েছে প্রায় ১০০ মাইকের।

তিনি আরও জানান, বেলা ১২টায় শুরু হয়ে বিকাল ৪টার মধ্যে মহাসমাবেশ সম্পন্ন করার প্রস্ততি রয়েছে। শুরুতে স্থানীয় এবং পরে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

আয়োজকরা জানান, মহাসমাবেশে পুরো বিভাগ থেকে লক্ষাধিক জনতার সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে আলিয়া মাঠ ও আশপাশের এলাকায় তোরণ, ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে নগরী। শুক্রবার গভীর রাত পর্যন্ত চলছিল নগরী সাজানোর কাজ।

মহাসমাবেশে জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

আট দলের লিয়াজোঁ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই মহাসমাবেশ থেকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ব্যবস্থার সংস্কার, গণভোট ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র পরিচালনার দাবি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য আসতে পারে। নেতারা মনে করছেন, সিলেটের এই মহাসমাবেশ আগামী জাতীয় রাজনীতিতে ইসলামী দলগুলোর ঐক্য ও অবস্থানকে আরও সুস্পষ্ট করবে।

এম

Wordbridge School
Link copied!