• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রার্থী ও মনোনয়ন বঞ্চিতদের যে বার্তা দিলেন তারেক রহমান


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৮, ২০২৫, ০৯:০৮ পিএম
প্রার্থী ও মনোনয়ন বঞ্চিতদের যে বার্তা দিলেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে এলে রাজনৈতিক মাঠ গরম থাকে প্রার্থী নির্বাচন নিয়ে। কারা মনোনয়ন পেলেন, কে বঞ্চিত হলেন-এ নিয়ে দলীয় অঙ্গনে আলোচনা-ক্ষোভ-অসন্তোষ সবসময়ই থাকে। ঠিক এমন সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদলের উদ্দেশে ভিন্ন সুরে বললেন, নির্বাচন ব্যক্তিকে কেন্দ্র করে নয়, প্রতীকের প্রতি আনুগত্যই সবচেয়ে বড় বিষয়।

সোমবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে তিনি স্পষ্ট করে বলেন, কারও পছন্দের মানুষ মনোনয়ন না পেলেই ক্ষুব্ধ হওয়া রাজনৈতিক শিষ্টাচার নয়। তারেক রহমানের ভাষায়, আপনি কোনো ব্যক্তির জন্য নয়, ধানের শীষের জন্য কাজ করছেন। দলের লক্ষ্য অর্জনই মুখ্য।

অনুষ্ঠানে সারা দেশের ৭৫টি ইউনিটের ছাত্রদলের এক হাজারের বেশি নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তাদের সামনে তারেক রহমান দলীয় পরিকল্পনা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রার্থী কে হলো না হলো-এটি এখন মূল বিষয় নয়, বরং দলের প্রতীক ও জাতীয় স্বার্থই অগ্রাধিকার হওয়া উচিত।

তিনি জানান, আগামী দুই মাস দলের সব মনোযোগ থাকবে ‘দেশ গড়ার পরিকল্পনা’ জনগণের কাছে পৌঁছে দেওয়ার কাজে। স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, বায়ুদূষণ রোধ, বেকারত্ব নিরসন, কৃষক-শ্রমিকসহ নানা খাতের উন্নয়ন পরিকল্পনার কথা নেতাকর্মীদের সামনে তুলে ধরে তিনি বলেন, এগুলো শুধু কাগজে থাকবে না, জনগণকে সম্পৃক্ত করেই বাস্তবায়ন করা হবে।

তারেক রহমান বলেন, বহুদলীয় গণতন্ত্রে মতবিরোধ থাকবেই, তবে ‘একজন ভালো, বাকিরা খারাপ’-এমন ধারণা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। এটি বদলাতে হবে। গণতন্ত্র ছাড়া জবাবদিহি সম্ভব নয়-এ কথাও তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন।

২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনকে স্মরণ করে তিনি বলেন, এ আন্দোলনের সত্যিকারের নায়ক ছিল দেশের সাধারণ মানুষ-গৃহবধূ থেকে রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে ছাত্রছাত্রী-সবাই মিলেই এই পথ তৈরি করেছে।

তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ এখন তাদের কাঁধে। তরুণেরা এগিয়ে এলে দেশ সামনে এগোবে, আর বসে থাকলে আশঙ্কাজনক পরিস্থিতিরও সৃষ্টি হতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনায় ছিলেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

প্রার্থী-মনোনয়ন নিয়ে দলের ভেতর নানা আলোচনার সময় তারেক রহমানের এই বার্তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি স্পষ্টই জানিয়ে দিলেন-ব্যক্তির চেয়ে প্রতীক বড়, আর দল ও দেশই সবার আগে।

এসএইচ 

Wordbridge School
Link copied!