• ঢাকা
  • শুক্রবার, ০৯ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নির্বাচনের আগে কুটনৈতিক ও রাজনৈতিক মহলে প্রভাবশালী তারেক রহমান


সাজ্জাদ হোসাইন জানুয়ারি ৭, ২০২৬, ০৭:৫৩ পিএম
নির্বাচনের আগে কুটনৈতিক ও রাজনৈতিক মহলে প্রভাবশালী তারেক রহমান

ফাইল ছবি

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক প্রভাব নির্বাচনের আগেই দেশের সর্ব মহলে প্রতিফলিত হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানানো, সরকার-শিক্ষা-বাণিজ্য ও কুটনৈতিক মহলের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ী দলের সঙ্গে বৈঠক কার্যত তারেক রহমানকে জাতীয় রাজনৈতিক অঙ্গনে এক কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সপ্তাহজুড়ে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন নেতৃত্বে প্রতিনিধি দল, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ, ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লিয়নপো ডি এন ধুংগেল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার সরদার আইয়াজ সাদিক, মালদ্বীপের উচ্চশিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদসহ বহু বিদেশি বিশিষ্টজন।

রাজনৈতিক মহলে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডাকসু প্রতিনিধিদল, বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ, নাগরিক ঐক্যের নেতৃত্ব, জামায়াতে ইসলামীর আমির, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা।

অপরদিকে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা তারেক রহমানের সঙ্গে বৈঠকে শিল্পখাতের চ্যালেঞ্জ, গ্যাস–বিদ্যুৎ সংকট এবং আমলাতান্ত্রিক সমস্যা তুলে ধরেন। তারেক রহমান ব্যবসায়ীদের আশ্বস্ত করেন, নির্বাচনের পর তাঁর দল ক্ষমতায় এলে ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

এছাড়া জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে প্রেস ও সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন।

বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বিভিন্ন দলের নেতাদের সঙ্গে সাক্ষাতের সময় তারেক রহমান দেশ ও দেশের মানুষের স্বার্থে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে ঐক্যমত্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের আগে দেশের সর্ব মহলে একযোগে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় তারেক রহমানকে কেবল বিএনপির নয়, জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ চাবিকাঠি হিসেবে দৃঢ় করেছে। নির্বাচনের আগে এই ধরনের কার্যক্রম দলের ভোটব্যবস্থাপনাকে প্রভাবিত করতে পারে।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!