• ঢাকা
  • শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মির্জা ফখরুলকে দেখেই দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০২৬, ০৯:৩৯ পিএম
মির্জা ফখরুলকে দেখেই দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় একটি সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত সবার দৃষ্টি কেড়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে উপস্থিত হলে তাকে দেখামাত্রই নিজের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে সম্মান জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে শোকসভা চলাকালে এ ঘটনা ঘটে। দাঁড়িয়ে অভ্যর্থনা জানানোর পর তারেক রহমান মির্জা ফখরুলের সঙ্গে করমর্দন করেন এবং কুশল বিনিময় করেন।

এ সময় দেখা যায়, তারেক রহমান উঠে দাঁড়াতেই মির্জা ফখরুল বারবার তাকে বসার অনুরোধ জানান। এক পর্যায়ে তিনি নিজেই সামনে এগিয়ে গিয়ে তারেক রহমানকে হাত ধরে আসনে বসিয়ে দেন। এই পারস্পরিক বিনয় ও শ্রদ্ধার দৃশ্যটি উপস্থিত অতিথিদের মধ্যে আলোচনার জন্ম দেয়।

শোকসভায় উপস্থিত নাগরিক সমাজের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা এ ঘটনাকে দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে পারস্পরিক সম্মান, সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক হিসেবে দেখছেন। অনেকের মতে, বয়োজ্যেষ্ঠ নেতার প্রতি তারেক রহমানের এমন আচরণ দলীয় রাজনীতিতে শিষ্টাচার ও নেতৃত্বের ইতিবাচক বার্তা বহন করে।

উল্লেখ্য, নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই শোকসভায় রাজনৈতিক নেতারা মঞ্চে বক্তব্য না দিয়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এম

Wordbridge School
Link copied!