ছবি : সংগৃহীত
ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারিদের যে বেতন দেওয়া হয় তা দিয়ে সম্মানের সাথে চলা কঠিন। এজন্যই অনেকে বাধ্য হয়ে অসাধুপায় অবলম্বন করেন। আবার অনেকে লোভ বসত, নেশা বসত অসাধুপায় অবলম্বন করেন। আমরা সম্মানের বেতন স্কেল তাদের হাতে তুলে দেব। ইনশা আল্লাহ।
সম্প্রতি এক নির্বাচনী বক্তব্যে তিনি এসচ কথা বলেন।
জামায়াত আমির বলেন, তারা ইজ্জতের সাথে স্ত্রী-সন্তান ও পুত্র, মা-বাবা নিয়ে তারা বসবাস করতে পারবেন। প্রশান্তির সাথে দেশকে-জাতিকে তারা সেবা দিবেন।
অনেকে ভয় দেখায় উল্লেখ করে জামায়াত আমির বলেন, জামায়াত ক্ষমতায় আসলে তোমাদের হাত কেটে ফেলবে। আরে হাত কেটে ফেললে দেশ গড়বে কে? হাতগুলোকে আরো শক্তিশালী করা হবে। সুস্থ-সবল জাতি উপহার দেওয়ার জন্য আমরা এই ঘোষণা করেছি।
শফিকুর রহমান বলেন, শিশু তার মায়ের পেটে থাকা অবস্থায় গর্ভবতী মা পরবর্তীতে তার সন্তান ৫ বছর পর্যন্ত তাদের চিকিৎসা বিনামূল্যে নিশ্চিত করা হবে।
জামায়াত আমির বলেন, কোনো সরকারি চাকরিজীবীর অবসরের পরে তাদের দায়িত্ব দেশ ও জাতি নেবে। তাদের সব দায়িত্ব দেশ বহন করবে।
প্রত্যেক জেলায় মানসম্পন্ন মেডিকেল কলেজ নির্মাণ করা হবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, জেলাগুলোতে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হবে।
পিএস













-20260131111812.jpg)



-20260131103724.jpg)





















