• ঢাকা
  • শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিএনপি ক্ষমতায় এলে বিনামূল্যে ইন্টারনেট নিশ্চিত করবে: মাহদী আমিন


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৩১, ২০২৬, ০৩:০০ পিএম
বিএনপি ক্ষমতায় এলে বিনামূল্যে ইন্টারনেট নিশ্চিত করবে: মাহদী আমিন

ফাইল ছবি

ঢাকা: বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন বলেছেন, "দলটি সরকার গঠন করলে দেশের সকল নাগরিকের জন্য বিনা খরচে ইন্টারনেট সুবিধা প্রদান করা হবে।" এছাড়া জনগণের ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায়ও দলটি কার্যকর পদক্ষেপ নেবে বলে জানান তিনি।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন জানিয়েছেন, "আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে সারাদেশে সব নাগরিকের জন্য বিনামূল্যের ইন্টারনেট সুবিধা চালু করা হবে। পাশাপাশি জনগণকে সত্যিকার অর্থে ক্ষমতায়িত করার লক্ষ্যে কাজ করবে দলটি।"

তিনি জানান, ‘১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়লাভ করলে বাংলাদেশের জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করবে বিএনপি।’

তিনি আরও বলেন, ‘যারা মেধাবী তাদের জন্য জুতসই সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার পরিকল্পনায় এ বিষয়গুলো রেখেছেন।’ 

বাংলাদেশে পেপাল আনার দাবি বহুদিন ধরেই করে আসছেন ফ্রিল্যান্সাররা। বাংলাদেশে পেপাল আনতে এরই মধ্যে বিএনপি কাজ শুরু করেছে জানিয়েছেন তিনি। তিনি আরও জানান, তথ্য-প্রযুক্তি খাতে বিএনপি ১০ লাখ কর্মসংস্থান তৈরি করবে। 

এসবিআর

Wordbridge School
Link copied!