• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গণস্বাস্থ্য নগর হাসপাতালে চালু হল পূর্ণাঙ্গ নিউরো সায়েন্স সেন্টার


নিজস্ব প্রতিনিধি অক্টোবর ৩১, ২০২০, ০৮:১৬ পিএম
গণস্বাস্থ্য নগর হাসপাতালে চালু হল পূর্ণাঙ্গ নিউরো সায়েন্স সেন্টার

ফাইল ছবি

ঢাকা : সাধারণ মানুষের চিকিৎসা সেবা আরো সহজ করতে পূর্ণাঙ্গ নিউরো সায়েন্স সেন্টার খোলা হয়েছে ধানমন্ডির ৬ নম্বর রোডের গণস্বাস্থ্য নগর হাসপাতালে। এটি একটি পূর্ণাঙ্গ নিউরো সায়েন্স সেন্টার। 

এখানে মস্তিস্কের বিভিন্ন সমস্যার অপারেশনসহ অ্যাক্সিডেন্ট বা ট্রমার সকল চিকিৎসার সার্বক্ষনিক ব্যবস্থা থাকবে। নিউরো সায়েন্স সেন্টারের সার্বিক তত্তবধানে রয়েছেন অধ্যাপক ডা: ফরিদুল ইসলাম চৌধুরী

গণস্বাস্ব্য নগর হাসপাতাল মেরুদন্ডের সমস্যা, সেরিব্রাল পালসি, পিএলআইডি, ষ্ট্রোক, প্যারালাইসিস, ডিমেনশিয়া, পারকিনসন ডিসিজসহ বিভিন্ন স্নায়ুবিক রোগের সফল চিকিৎসা ও অপারেশন স্বল্প খরচে করার ব্যবস্থাও রয়েছে।  

যেসকল রোগীর রোগ ধরা পড়ছেনা, যারা শয্যাশায়ী, যেসব বয়োবৃদ্ধদের হাঁটা-চলা করার সমস্যা আছে, ভারত বা সিঙ্গাপুরের বিভিন্ন হাসপাতালে যেসব রোগীদের চিকিৎসা করতে রাজি হয়নি গণস্বাস্থ্য নগর হাসপাতালের এই নিউরো সায়েন্স সেন্টারে তাদের শতভাগ সুচিকিৎসা দেয়া হচ্ছে। রোগীরা সরাসরি অধ্যাপক ফরিদুল ইসলাম চৌধুরীর সাথেও যোগাযোগ করতে পারবেন। 

সোনালীনিউজ/এসআই/এমএএইচ

Wordbridge School
Link copied!