• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাকরিতে ৩২ চাই সমাবেশে পুলিশের লাঠিপেটা


নিজস্ব প্রতিবেদক জুন ১১, ২০২১, ০৬:৪১ পিএম
চাকরিতে ৩২ চাই সমাবেশে পুলিশের লাঠিপেটা

ঢাকা: সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ করার দাবিতে আন্দোলনকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। 

শুক্রবার (১১ জুন) বিকেল তিনটা থেকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয়া শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাস করা দুই শতাধিক চাকরিপ্রত্যাশী।

প্রায় দুই ঘণ্টা পর বিকেল পৌনে পাঁচটার দিকে আন্দোলনকারীরা জাদুঘরের সামনে থেকে শাহবাগ মোড় ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিকে অগ্রসর হয়।

তারা শাহবাগ মোড়ে অবস্থান নেয়ার চেষ্টাও করে। তবে পুলিশের অনুরোধে সেখান থেকে সরে শাহবাগ থানার সামনে দাঁড়িয়ে বক্তব্য দিতে শুরু করে।

কিছুক্ষণ পর ঢাকা মহানগর পুলিশের রমনা অঞ্চলের উপকমিশনার হারুন অর রশীদ থানার সামনে থেকে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করেন। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বাক বিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের লাঠিপেটা শুরু করে। এ সময় বাকি বিল্লাহসহ দুইজনকে আটক করা হয়।

লাঠিপেটায় ছত্রভঙ্গ হয়ে আন্দোলনকারীরা রাজু ভাস্কর্যে অবস্থান নেয়।

এ বিষয়ে ‘৩২ চাই’ আন্দোলনের সমন্বয়ক সাজিদ সেতু বলেন, ‘আমাদের অহিংস আন্দোলনে পুলিশ হামলা চালিয়েছে। আমাদের একজনকে আটক করা হয়েছে।’

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশীদ বলেন, ‘গ্রেফতার বা আটক নয়, আন্দোলন থেকে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। কিসের বা কেন এই আন্দোলন এটা নিয়েই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!