• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চার তলার কার্নিশ থেকে কিশোরীকে উদ্ধার


প্রতিবেদক আগস্ট ১, ২০২১, ০৮:৪৮ পিএম
চার তলার কার্নিশ থেকে কিশোরীকে উদ্ধার

ঢাকা: রাজধানীর ভাটারা এলাকায় একটি ভবনের চারতলার কার্নিশে উঠে গিয়েছিল মানসিক ভারসাম্যহীন এক কিশোরী।

খবর পেয়ে ফায়াস সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করেছে। রোববার রাতে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল হাসান এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, ভাটারার বাগানবাড়ি এলাকার একটি আটতলা বাসার সামনে পরিবারের সঙ্গে বসবাস করে ওই কিশোরী। রোববার সন্ধ্যায় সবার অগোচরে সে ভবনের নিচতলা থেকে চারতলা পর্যন্ত উঠে যায়। পরে ভবনের একজন তা দেখতে পান।

ভবন মালিকের ছেলে জানান, ওই কিশোরী তাদের বাসার সামনে থাকে। তবে ভবনের বাইরের দিক থেকে সে কেন ও কিভাবে চারতলা পর্যন্ত উঠে গেল, তা বোঝা যাচ্ছে না। পরে কিশোরীকে উদ্ধার করার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, ভাটারা ভবনের বাইরে আটকে পড়া মেয়েটিকে উদ্ধার করা হয়েছে।

সোনালীনিউজ/এআর
 

Wordbridge School
Link copied!