• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বস্তিবাসির মাঝে জাকাত ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ


নিজস্ব প্রতিনিধি সেপ্টেম্বর ১৬, ২০২১, ০৩:৫৩ পিএম
বস্তিবাসির মাঝে জাকাত ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

জাকাত ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

ঢাকা : বিশ্বব্যাপি চলমান করোনা অতিমারি পরিস্থিতিতে মানবকল্যাণে নিয়োজিত বেসরকারি স্বেচ্ছাসেবি সংগঠন জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ কান্ট্রি অফিসের পক্ষ থেকে সম্প্রতি রাজধানী ঢাকার হাজারীবাগ, মোহাম্মদপুর, রায়েরবাজার এবং বউ বাজার বস্তি এলাকার অসহায় দরিদ্র করোনায় ক্ষতিগ্রস্ত ৬৭৫টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত প্রতিটি প্যাকেজে ছিল ১০ কেজি চাল, এক কেজি চিনি, দুই লিটার ভোজ্যতেল, পাঁচটি সাবান এবং এক বক্স সার্জিক্যাল মাস্ক।

খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন লালবাগ সার্কেলের সহকারী কমিশনার (ভুমি) লায়লা আঞ্জ‍ুমান বানু। জাকাত ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

করোনা পরিস্থিতিতে করোনায় বিপর্যস্ত দ্ররিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ সমাজের সকল মহল কর্তৃক প্রশংসিত হয়েছে। এতেকরে সমাজের প্রান্তিক জনগণ উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!