• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজও সড়কে শিক্ষার্থীরা


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৩, ২০২১, ১২:১৩ পিএম
আজও সড়কে শিক্ষার্থীরা

সংগৃহীত ছবি

ঢাকা:  নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর রামপুরা সড়কে শুক্রবারও (৩ ডিসেম্বর) অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে রামপুরা ব্রিজ ও আশপাশের এলাকায় শত শত শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে শিক্ষার্থীরা সড়কের পাশে অবস্থান নেওয়ায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

এদিকে শিক্ষার্থীদের আন্দোলন কেন্দ্র করে যেন কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি না হয় সে বিষয়টি নিশ্চিত করার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ১০-১২ জন শিক্ষার্থী রামপুরা ব্রিজে হাতিরঝিল থানার অংশে দাঁড়িয়েছে বলে আমরা জানতে পেরেছি। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্রিজের রামপুরা থানার অংশে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে রেখেছি। 

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!