• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাখাইনের ১৫ গ্রাম খালি করার নির্দেশ, কাউকে পাওয়া গেলেই গুলি


আন্তর্জাতিক ডেস্ক জুন ১৬, ২০২৪, ০২:৪১ পিএম
রাখাইনের ১৫ গ্রাম খালি করার নির্দেশ, কাউকে পাওয়া গেলেই গুলি

ঢাকা: মিয়ানমারের জান্তা রাখাইন রাজ্যের রাজধানী সিত্তে শহরের আশপাশের গ্রাম খালি করার নির্দেশ দিয়েছে।  

সম্প্রতি আরাকান আর্মি সিত্তে নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দেওয়ার পর সবাইকে গ্রাম ছেড়ে শহরের দিকে চলে যেতে বলেছে জান্তা।

আরাকান আর্মির পক্ষ থেকে সিত্তে নিয়ন্ত্রণে নেওয়ার হুমকির পর জান্তার পক্ষ থেকে সেখানকার ১৫টি গ্রামের বাসিন্দাদের পাঁচ দিন সময় দেওয়া হয়েছে, যাতে তারা রাজধানীতে চলে যেতে পারে।  

গ্রামগুলো খালি করা না হলে শনিবারের পর কাউকে গ্রামে পাওয়া গেলে তাদের গুলি করা হবে বলেও জানানো হয়েছিল।  

সূত্র: এএফপি

আইএ

Wordbridge School
Link copied!