• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

সকাল থেকে চলছে না মেট্রোরেল, দুর্ভোগ চরমে


নিজস্ব প্রতিবেদক মে ২৭, ২০২৪, ১০:২৩ এএম
সকাল থেকে চলছে না মেট্রোরেল, দুর্ভোগ চরমে

ঢাকা: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানী ঢাকায় সকাল থেকে তীব্র বাতাসের সঙ্গে হচ্ছে ভারী বৃষ্টি। এরমধ্যেই জীবিকার তাগিদে যারা ঘরের বাইরে বের হয়ে মেট্রোরেলে গন্তব্যে যেতে স্টেশনে পৌঁছেছেন তারা পড়েছেন বিড়ম্বনায়।

কারণ সোমবার (২৭ মে) সকাল থেকে চলছে না মেট্রোরেল। আগাম কোনো বার্তা না থাকায় স্টেশনে গিয়ে যাত্রীদের পড়তে হয়েছে দুর্ভোগে। কখন নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তাও বলতে পারছেন না কেউ।

অন্যদিকে বৃষ্টির কারণ সড়কে বাসে উঠতেই বেগ পেতে হচ্ছে লোকজনকে। আবার রিকশা-অটোরিকশা যা আছে তারাও ভাড়া হাঁকাচ্ছেন অনেক বেশি।

মেট্রোরেলের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের সঙ্গে কথা বলে মেট্রোরেল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এমএস

Wordbridge School
Link copied!