• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

নতুন বাজারে ইউআইইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ


নিজস্ব প্রতিবেদক:  জুন ২১, ২০২৫, ০৯:৫৭ এএম
নতুন বাজারে ইউআইইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকা : উপাচার্যবিরোধী আন্দোলন ঘিরে বহিস্কারকৃত শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে রাজধানীর নতুন বাজারে সড়ক অবরোধ করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। এতে করে কুড়িল বিশ্বরোড-বাড্ডা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ইউআইইউ শিক্ষার্থীরা সড়কে নেমে অবরোধ সৃষ্টি করে। এতে ওই অঞ্চলের যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে সড়কে চলাচল করা বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

শিক্ষার্থীদের দাবি উপাচার্যবিরোধী আন্দোলন ঘিরে ৪০ শিক্ষার্থীকে বহিষ্কার করা আদেশ প্রত্যাহার করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শূন্যতা কাটিয়ে দ্রুত স্বাভাবিক একাডেমিক কার্যক্রম চালু করা।

ঘটনাস্থলে থাকা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুলতান বলেন, আমরা শিক্ষার্থীদের সড়ক ছেড়ে পাশে অবস্থান নেওয়ার অনুরোধ করেছি, যাতে যান চলাচল পুরোপুরি বন্ধ না হয়ে যায়। তারা আমাদের জানিয়েছেন, কিছুক্ষণ থেকে তারা চলে যাবেন।

এদিকে ইউআইইউ গত ২৬ ও ২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের অসন্তোষের জেরে উপাচার্যসহ ১১ জন প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ করেন। এরপর ২৮ এপ্রিল ইউআইইউ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সব শিক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণা করে। যদিও ২০ মে থেকে অনলাইন ক্লাস শুরু হয়েছে। তবে শিক্ষার্থীদের একটি অংশ তা প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে সরাসরি ক্লাস ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানায়। এরই মধ্যে ছাত্র বহিষ্কারের খবর আসে।

শিক্ষার্থীদের অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যৌক্তিক ১৩ দফা দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষা করে আসছে। গত ২ জুন ৪১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। তাদের মধ্যে ২৪ জনকে স্থায়ী ও ১৬ জনকে সাময়িক বহিষ্কার করা হয়। বাকি একজনকে সতর্কবার্তা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পিএস

Wordbridge School
Link copied!