• ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

আগুনে পুড়ল হাজারীবাগের খেলনার গোডাউন


নিজস্ব প্রতিবেদক:  জুন ২২, ২০২৫, ০৮:৪৯ এএম
আগুনে পুড়ল হাজারীবাগের খেলনার গোডাউন

ঢাকা : রাজধানীর হাজারীবাগে একটি খেলনার গুদামে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শনিবার (২১ জুন) রাত ১টা ৪০ মিনিটে এ আগুন লাগার খবর পায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পরে রাত ২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়ৈ।

সুভাষ বাড়ৈ বলেন, রাজধানীর হাজারীবাগের ট্যানারি গলিতে একটি খেলনার কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। শনিবার রাতে ১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও দুটি ইউনিট। সোয়া এক ঘণ্টার চেষ্টায় রাত ২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, কারখানাটিতে প্লাস্টিকের বিভিন্ন খেলনা ও আতশবাজি ছিলো। এ ছাড়াও ওই কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিলো না।

পিএস

Wordbridge School
Link copied!