ঢাকা : রাজধানীর কমলাপুর রেলস্টেশনে রংপুর এক্সপ্রেস ট্রেনে যাত্রী ধর্ষণের অভিযোগে ওই ট্রেনে দায়িত্বরত এনাউন্সার (ট্রেনের পিএ অপারেটর) সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।
বুধবার (২৬ জুন) রাতে সংবাদ সম্মেলনে কমলাপুর রেলওয়ে স্টেশন থানার অফিসার ইনচার্জ জয়নুল আবেদীন এ তথ্য জানান।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, ওই নারীর বাড়ি কুড়িগ্রামে। আটক সাইফুলের বাড়ি গাইবান্ধায়।
ভুক্তভোগীর অভিযোগ, ট্রেনটি ছেড়ে যাওয়ার আগে তাকে গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলে ট্রেনে তুলে নেয় কর্তব্যরত এনাউন্সার সাইফুল ইসলাম। পরে ট্রেনের টয়লেটে নিয়ে জোর করে তাকে ধর্ষণ করেন সাইফুল।
এরপর বিষয়টি ওই ট্রেনের দায়িত্বরত পুলিশকে জানালে তাৎক্ষণিকভাবে আসামিকে গ্রেপ্তার করা হয়। ভিকটিমকে নেয়া হয় হেফাজতে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি অভিযুক্ত সাইফুল স্বীকার করেছে বলেও জানিয়েছে পুলিশ।
সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার ফরহাত আহমেদ এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে রংপুর এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রেনের টয়লেটে একজন নারী যাত্রীকে রেলওয়ের পিএ অপারেটর সাইফুল ইসলাম ধর্ষণ করেন বলে অভিযোগ।
ভুক্তভোগী নারী বিষয়টি ট্রেনে দায়িত্বরত রেলওয়ে পুলিশকে জানান। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা সাইফুলকে আটক করেন। বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে পৌঁছানোর পর ভুক্তভোগী ও অভিযুক্তকে নামিয়ে নেওয়া হবে। পরে তাদের ঢাকার কমলাপুরে ফেরত পাঠানো হবে। ঘটনাস্থল যেহেতু কমলাপুর, সেহেতু সেখানেই মামলা করা হবে।
পিএস







































