• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ছারছীনার পীর শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ আর নেই


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৭, ২০২৪, ০২:১৫ পিএম
ছারছীনার পীর শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ আর নেই

ঢাকা : উপমহাদেশের অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান ছারছীনা দরবার শরীফের পীর বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর।

মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত ২টা ১১ মিনিটে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্ত্রী, দুইপুত্র, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ।

শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। এর আগে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতাল এবং সেখান থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালেও চিকিৎসাধীন ছিলেন তিনি। গভীর রাতে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর পিরোজপুরের ছারছীনাসহ সারা দেশে ইসলাম প্রিয় লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।

তিনি ছারছীনা দারুসুন্নাত আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা শাহ নেছারউদ্দিনের (রহ.) দৌহিত্র। বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেসিনের প্রধান পৃষ্ঠপোষক ও মসজিদে গাউসুল আজম কমপ্লেক্সের মুতাওয়াল্লি। তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় ছারছীনা দরবার শরীফে। সেখানেই দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন মরহুমের বড় ছেলে শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হোসাইন।

এমটিআই

Wordbridge School
Link copied!