• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ত্বহার ফের বিয়ে কী অবৈধ? সঠিক উত্তর দিলেন আরেক ইসলামী বক্তা


সোনালী ডেস্ক ডিসেম্বর ৪, ২০২৫, ০৬:৩১ পিএম
ত্বহার ফের বিয়ে কী অবৈধ? সঠিক উত্তর দিলেন আরেক ইসলামী বক্তা

ফাইল ছবি

ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহার এক মাস আগে বিচ্ছেদের পর পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে সাবিকুন নাহার বিষয়টি নিশ্চিত করেন।

সামাজিক মাধ্যমে এই বিয়ে নিয়ে নানা প্রশ্ন উঠে-বিশেষত এটি ইসলামসম্মত কি না বা অবৈধ কি না। এ বিষয়ে ইসলামী বক্তা ও প্রিজনার্স রাইট মুভমেন্টের প্রতিষ্ঠাতা আতাউর রহমান বিক্রমপুরী জানান, তাদের বিয়ে সম্পূর্ণ শরিয়তসম্মত। 

তিনি বলেন, যেহেতু তাদের মধ্যে খোলা তালাক হয়েছিল, তাই স্ত্রী আগের স্বামীর কাছে ফিরে আসতে চাইলে নতুন মোহর ধার্য করে যথাযথ সাক্ষীদের উপস্থিতিতে পুনর্বিবাহ করলেই এটি বৈধ। এ ক্ষেত্রে ইদ্দত পালন বা অন্য কারও সঙ্গে বিবাহ-তালাকের প্রয়োজন নেই।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে সাবিকুন নাহার লেখেন, হয়তো তাকদিরই তাদের আবার এক করেছে। তিনি আরও জানান, তাঁদের সন্তান উসমান ও আয়িশা এখন বাবা-মাকে ফিরে পেয়েছে বলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

এসএইচ 

Wordbridge School
Link copied!