• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হজ নিয়ে নতুন দুই উদ্যোগ সৌদি আরবের


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৪, ২০২৫, ০৩:৪০ পিএম
হজ নিয়ে নতুন দুই উদ্যোগ সৌদি আরবের

ফাইল ছবি

ঢাকা: হাজিদের সফর নিরাপদ ও নির্বিঘ্ন করতে ২০২৬ সালের হজে অংশগ্রহণকারীদের জন্য বড় ধরনের প্রযুক্তিগত পরিবর্তন আনছে সৌদি আরব সরকার। এজন্য নতুন দুই উদ্যোগ নিয়েছে তারা। বার্তা সংস্থা গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

নতুন উদ্যোগের অংশ হিসেবে আগামী হজে সকল হাজির জন্য বাধ্যতামূলক করা হচ্ছে বিশেষ ‘ই-ব্রেসলেট’ বা ইলেকট্রনিক ব্রেসলেট। পাশাপাশি, মসজিদুল হারামের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে স্থাপন করা হয়েছে এক হাজার নতুন নজরদারি ক্যামেরা। 

সম্প্রতি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, হাজিদের হাতে থাকা এই স্মার্ট ই-ব্রেসলেটটি মূলত ব্যক্তিগত তথ্যভাণ্ডার এবং গাইড হিসেবে কাজ করবে। এই ব্রেসলেটে হাজির পাসপোর্ট, ভিসা ও আবাসন সংক্রান্ত সকল তথ্য সংরক্ষিত থাকবে, যার ফলে তাদের পরিচয় শনাক্তকরণ সহজ হবে। 

এছাড়া, জরুরি চিকিৎসার প্রয়োজনে হাজির শারীরিক অবস্থা ও পূর্ববর্তী মেডিকেল ইতিহাসও এতে দ্রুত পাওয়া যাবে। শুধু তাই নয়, রিয়েল-টাইম জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে হাজিরা মক্কা-মদিনায় নিজেদের অবস্থান সহজে বুঝতে পারবেন। এমনকি এতে নামাজের সময়সূচি এবং হজের বিভিন্ন রোকন পালনে বহুভাষী নির্দেশিকাও যুক্ত থাকবে। ব্রেসলেটটি পানিনিরোধক বা ওয়াটার রেসিস্ট্যান্ট হওয়ায় ওজু বা ভিড়ের মধ্যে এটি নষ্ট হওয়ার কোনো ভয়ও নেই।

পিএস

Wordbridge School
Link copied!