বাংলাদেশ তাবলিগ জামাতের নেতৃত্বে বড় পরিবর্তন এসেছে। সংগঠনটির নতুন আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন কাকরাইল মসজিদের শীর্ষ মুরুব্বি ও দীর্ঘদিনের আহলে শূরা সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলাম। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত তাবলিগ জামাতের বৈশ্বিক ইজতেমায় বিশ্ব আমির মাওলানা সাদ কান্ধলভী এক আলমি মাশওয়ারায় এ সিদ্ধান্ত ঘোষণা করেন।
রোববার (৩০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন তাবলিগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম।
মো. সায়েম জানান, বাংলাদেশের শূরা কাঠামোয় আগের আমির হযরত প্রফেসর ইউনুস সিকদার শূরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নতুন আমিরকে সহযোগিতা করতে কাকরাইলের মাওলানা মনির বিন ইউসুফ ও হাফেজ ওজিউল্লাহ-কে শূরার দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রায় দুই দশকেরও বেশি সময় কাকরাইল মসজিদে শীর্ষ মুরুব্বি হিসেবে দায়িত্ব পালন করা সৈয়দ ওয়াসিফুল ইসলামকে আমির মনোনীত করায় তাবলিগ জামাতের সাথীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।
১৯৯৯ সাল থেকে আহলে শূরায় যুক্ত থাকা সৈয়দ ওয়াসিফুল ইসলাম বিশ্বের শতাধিক দেশে দাওয়াতি সফর করেছেন। তাবলিগ জামাত বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ মুরুব্বি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত এক দাঈ হিসেবে তিনি সুপরিচিত।
এ বছর প্রায় ১,৫০০ বাংলাদেশি দায়িত্বশীল ইন্দোনেশিয়া ইজতেমায় অংশ নিচ্ছেন। আগে বৈশ্বিক মাশওয়ারা টঙ্গীর বিশ্ব ইজতেমায় অনুষ্ঠিত হলেও মাওলানা সাদ কান্ধলভীর বাংলাদেশে না আসার কারণে এবার তা ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে কয়েকটি দেশের তাবলিগ জামাতের নেতৃত্ব নির্ধারণ করা হয় এবং তখনই বাংলাদেশের জন্য সৈয়দ ওয়াসিফুল ইসলামের নাম ঘোষণা করা হয়।
এম







































