• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গ্যালাক্সি সিরিজের ৬১টি মডেল নিষিদ্ধ করল রাশিয়া


নিউজ ডেস্ক অক্টোবর ২৩, ২০২১, ০৪:৫৮ পিএম
গ্যালাক্সি সিরিজের ৬১টি মডেল নিষিদ্ধ করল রাশিয়া

ফাইল ছবি

ঢাকা: স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং তাদের উৎপাদন,পণ্যের গুণগত মান, ব্র্যান্ডিং, ব্যবসায় নীতির কারণে বিশ্বজুড়ে সুনাম অর্জন করেছে। তবে পেটেন্ট লঙ্ঘনের কারণে সম্প্রতি রাশিয়ার বাজারে স্যামসাং গ্যালাক্সি সিরিজের ৬১টি মডেলের ফোন বিক্রয় কার্যক্রম বন্ধ করেছে দেশটির আদালত। 

রিপোর্ট অনুযায়ী, নিষিদ্ধ এই তালিকায় মোট ৬১টি গ্যালাক্সি ফোনের নাম রয়েছে, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে সম্প্রতি লঞ্চ হওয়া গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ মডেলটিও।

মূলত সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি এসকিউডব্লিউআইএন-এসএ -এর মালিকানাধীন পেটেন্ট লঙ্ঘন করার দায়ে স্যামসাংয়ের এই ৬১টি স্মার্টফোনের আমদানি ও বিক্রয় বন্ধ করার নির্দেশ দিয়েছে দেশটির আদালত।

রিপোর্টে আরও বলা হয়েছে, এসকিউডব্লিউআইএন-এসএ প্রায় আট বছর আগে রাশিয়ার বাজারে পেমেন্ট সংক্রান্ত একটি প্রযুক্তি বিকাশের জন্য পেটেন্ট দায়ের করে। অন্যদিকে, স্যামসাং ২০১৫ সালে তার পেমেন্ট সিস্টেম ‘স্যামসাং পে’ চালু করে এবং ২০১৬ সালে রাশিয়ায় এই পরিষেবা প্রসারিত করে। এই পেমেন্ট সিস্টেমটি এসকিউডব্লিউআইএন-এসএ-র কপি বলে অভিযোগ রয়েছে।

দেশটির আদালত, স্যামসাংকে ২০১৭ সালে চালু হওয়া গ্যালাক্সি জে ৫ স্মার্টফোন বিক্রি করতে নিষেধ করেছে। তবে নিষিদ্ধ হওয়া ৬১টি ফোনের মধ্যে এই বছর বাজারে আসা গ্যালাক্সি ফোল্ড ৩ ও ফ্লিপ ৩  মডেলগুলিরও নাম রয়েছে। এদিকে আদালতের এই রায়ের বিরুদ্ধে স্যমসাং পাল্টা আপিল করেছে বলে জানা গেছে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!