• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফেসবুকের ‘ভিডিও’ থেকে আয় করা যাবে না আর


বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক জুন ২৫, ২০২৫, ০৪:১৯ পিএম
ফেসবুকের ‘ভিডিও’ থেকে আয় করা যাবে না আর

ঢাকা: ফেসবুক ব্যবহারকারীদের জন্য আসছে বড় পরিবর্তন। মেটা ঘোষণা করেছে, এখন থেকে ফেসবুকে আলাদা করে ‘ভিডিও’ বা ‘রিলস’ বলে কিছু থাকবে না—সব ধরনের ভিডিও-ই আপলোডের সঙ্গে সঙ্গে ‘রিলস’ হিসেবে প্রকাশিত হবে। অর্থাৎ, ভিডিও পোস্ট করে যারা আয় করতেন, তাদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে সেই পথ।

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক শুধু বিনোদনের নয়, অনেকের আয়ের উৎসও ছিল। কেউ পণ্য বিক্রি করে, কেউবা কনটেন্ট তৈরি করে মাসে লাখ টাকা পর্যন্ত আয় করতেন। কিন্তু মেটার নতুন আপডেট অনুযায়ী, এখন থেকে ভিডিও পোস্ট করলেই তা রিলস হিসেবে গণ্য হবে এবং আয়ের সুযোগ কেবল রিলসের মাধ্যমেই থাকবে।

আগে ফেসবুকে ভিডিও এবং রিল—এই দুটি আলাদা বিভাগে কনটেন্ট পোস্ট করা যেত। এখন সবকিছুকে একটি সহজ ইন্টারফেসে নিয়ে আসছে মেটা, যেখানে ভিডিও তৈরি, সম্পাদনা এবং শেয়ার করার সব সুবিধা থাকবে একসঙ্গে।

এই আপডেটের সঙ্গে থাকছে আরও কিছু নতুন টুল, যা ব্যবহার করে ভিডিও আরও আকর্ষণীয় করা যাবে। বড় পরিবর্তনের মধ্যে রয়েছে সময়সীমার সীমাবদ্ধতা তুলে দেওয়া। আগে যেখানে রিলসের দৈর্ঘ্য সীমিত ছিল ৬০ বা ৯০ সেকেন্ডে, এখন ব্যবহারকারীরা চাইলে ৩০ সেকেন্ডের শর্ট ক্লিপ থেকে শুরু করে ১০ মিনিটের টিউটোরিয়াল ভিডিও পর্যন্ত আপলোড করতে পারবেন।

তবে সব ভিডিওই এখন থেকে গণ্য হবে রিলস হিসেবে। স্বাভাবিকভাবে, যাঁরা পুরনো নিয়মে ভিডিও কনটেন্ট বানিয়ে আয় করতেন, তাঁদের এখন রিলস বানানো ছাড়া উপায় থাকছে না। এতে কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ধরন এবং কৌশলে বড়সড় পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।

ইউআর

Wordbridge School
Link copied!