• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রধান উপদেষ্টার অনুমোদনের অপেক্ষায় সারসংক্ষেপ

এনজিও কর্মকর্তাকে উত্তর সিটির প্রশাসক নিয়োগে তোড়জোড়


বিশেষ প্রতিনিধি ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৭:৪০ পিএম
এনজিও কর্মকর্তাকে উত্তর সিটির প্রশাসক নিয়োগে তোড়জোড়

ঢাকা : নদী রক্ষা সংক্রান্ত বেসরকারী প্রতিষ্ঠানের একজন কর্মকর্তাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিতে তোড়জোড় শুরু করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তাকে নিয়োগের প্রস্তাব সম্বলিত সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে। এটি অনুমোদন হলে শীঘ্রই তাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হবে। পূর্ণকালীন প্রশাসক হিসেবে প্রস্তাব দেওয়া এনজিও কর্মীর নাম মোহাম্মদ এজাজ। তিনি রিভার এন্ড ডেল্টা রিসার্স সেন্টার এর চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন। সংশ্লিষ্ট সূত্র গুলো এই তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া ও সচিব নিজাম উদ্দীন স্বাক্ষরিত সারসংক্ষেপে বলা হয়, দেশের বিশেষ পরিস্থিতিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪' (অধ্যাদেশ নং ০৪, ২০২৪) প্রণীত হয়। উক্ত অধ্যাদেশের ধারা ১৩ক অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনসহ দেশের ১২ (বারো) টি সিটি কর্পোরেশনের মেয়রগণকে অত্যাবশ্যক বিবেচনায়, জনস্বার্থে অপসারণ করা হয় ।

‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪' এর ধারা ২৫ ক অনুযায়ী এ বিভাগের ৪৬.০০.০০০০,০০০,০৭০,১৮,০০৬,২৪-৮০০ নম্বর প্রজ্ঞাপনমূলে ১২ (বার) টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ প্রদান করা হয়।

উল্লেখ্য, পরবর্তীতে বিজ্ঞ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নবনির্বাচিত মেয়র দায়িত্ব পালন করছেন। নিয়োগ প্রদানকৃত প্রশাসকগণের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে জনাব মোঃ মাহমুদুল হাসান, এনডিসি, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), স্থানীয় সরকার বিভাগ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রশাসকের দায়িত্ব পালন করছেন। সিটি কর্পোরেশনের সার্বিক কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বর্ণিত সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ করা প্রয়োজন।

‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪' এর ধারা ২৫ক অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে প্রশাসক নিয়োগের বিষয়ে নিম্নরূপ বিধান রয়েছে। বিশেষ পরিস্থিতিতে প্রশাসক নিয়োগ ও কমিটি গঠনের ক্ষেত্রে সরকারের ক্ষমতা। এই আইনের অন্যান্য বিধানে কিংবা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, সরকার, বিশেষ পরিস্থিতিতে, অত্যাবশ্যক বিবেচনা করিলে বা জনস্বার্থে, যে কোন সিটি কর্পোরেশনে উহার কার্যাবলী সম্পাদনের উদ্দেশ্যে, একজন উপযুক্ত ব্যক্তি বা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত উপযুক্ত কর্মকর্তাকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসক হিসাবে নিয়োগ প্রদান করিতে পারিবে।

এ লক্ষ্যে জনাব মোহাম্মদ এজাজ, চেয়ারম্যান, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার এর জীবন বৃত্তান্ত সংযুক্ত করা হলো (সংলাগ-৪)। তাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলে সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম গতিশীল হবে বলে আশা করা যায়।

বর্ণিতাবস্থায়, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪' এর ধারা ২৫ক অনুযায়ী জনাব মোহাম্মদ এজাজ-কে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসাবে নিয়োগ প্রদান করা যেতে পারে।

উল্লেখ্য, বর্ণিত প্রশাসক ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪' এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়র এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি বিধি মোতাবেক মাসিক সম্মানী ভাতা ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন । অনুচ্ছেদ-৫ ও ৬ এর প্রস্তাব মাননীয় প্রধান উপদেষ্টার সানুগ্রহ বিবেচনা ও সদয় অনুমোদনের জন্য পেশ করা হলো।

এর আগে একই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমানকে আধা সরকারি পত্র (ডিও) দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া। 

পত্রে তিনি সিনিয়র সচিবকে বলেন, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে, আমি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে নিয়োজিত আছি। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, স্থানীয় সরকার বিভাগের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কার্যাদি সম্পন্ন করণের জন্য প্রশাসক হিসেবে একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা পদায়ন করা প্রয়োজন। মোহাম্মদ এজাজ, চেয়ারম্যান, রিভার এন্ড ডেল্টা রিসার্স সেন্টার, শেরেবাংলা নগর, ঢাকা একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা। তিনি কর্মজীবনে অনেক গুরুত্বপূর্ণ কাজের সাথে যুক্ত ছিলেন। তাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে পদায়ন করা হলে এই প্রতিষ্ঠানের কাজের গতি বৃদ্ধিসহ প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে আমি মনে করি।

এমতাবস্থায়, মোহাম্মদ এজাজ, চেয়ারম্যান, রিভার এন্ড ডেল্টা রিসার্স সেন্টার -কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে ০২ (দুই) বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।

এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব নিজাম উদ্দীন এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

এমটিআই

Wordbridge School
Link copied!