• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ১৬, ২০২০, ১২:৪০ পিএম
আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

ঢাকা : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পূর্ণাঙ্গ সময় সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৯ মার্চ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মুম্বাই ইন্ডিয়া, চেন্নাই সুপার কিংস। 

রোববার (১৬ ফেব্রুয়ারি) এই তালিকা প্রকাশ করে ভারতীয় ক্রিকেটে বোর্ড বিবিসিআই।

আইপিএলের সূচি

গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ঘরের মাঠে খেলবে ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে। সোমবার অর্থাৎ ৩০ মার্চ দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালস ঘরের মাঠে নামবে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে। ৩১ মার্চ তৃতীয় ম্যাচে আরসিবির সামনে নাইটরা। ১ এপ্রিল আইপিএল অভিযান শুরু করবে সানরাইজার্স হায়দরাবাদ। প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। ২ এপ্রিল চেন্নাই-এর বিরুদ্ধে চেন্নাইতে আইপিএল অভিযান শুরু করছে রাজস্থান। ৩ এপ্রিল ইডেনে নামছে কেকেআর। ঘরের মাঠে নাইটদের প্রতিপক্ষ দিল্লি। গ্রুপ পর্যায়ে মোট ৫৬টি ম্যাচের সময়সূচী ও ভেন্যু ঘোষণা করল বোর্ড।

আইপিএলের সূচি

একনজরে কেকেআরের ম্যাচ ৩১ মার্চ বেঙ্গালুরুতে আরসিবি বনাম কেকেআর। ৩ এপ্রিল ইডেনে কেকেআর বনাম দিল্লি। ৬ এপ্রিল ইডেনে কেকেআর বনাম চেন্নাই। ৯ এপ্রিল জয়পুর/ গুয়াহাটিতে রাজস্থান বনাম কেকেআর। ১৬ এপ্রিল হায়দরাবাদে সানরাইজার্স বনাম কেকেআর। ১৯ এপ্রিল দিল্লিতে দিল্লি ক্যাপিটালস বনাম কেকেআর। ২৩ এপ্রিল ইডেনে কেকেআর বনাম কিংস ইলেভেন পঞ্জাব। ২৬ এপ্রিল মোহালিতে কিংস ইলেভেন পঞ্জাব বনাম কেকেআর। ২৮ এপ্রিল মুম্বইতে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কেকেআর। ২ মে ইডেনে কেকেআর বনাম রাজস্থান। ৭ মে চেন্নাইতে চেন্নাই সুপার কিংস বনাম কেকেআর। ১০ মে ইডেনে কেকেআর বনাম আরসিবি। ১৫ মে ইডেনে কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ। ৬ এপ্রিল ইডেনে দীর্ঘদিন পর ধোনিকে দেখতে পাবেন দর্শকরা।  প্লে অফ ম্যাচের সূচি এখনও ঘোষণা করে নি বোর্ড, তবে ফাইনাল ম্যাচ হবে ২৪ মে মুম্বইতে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!