• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দীর্ঘ ১৯ বছর পর টেস্ট অভিষেকেই লজ্জার বিশ্বরেকর্ড


ক্রীড়া ডেস্ক মার্চ ২, ২০২১, ০২:৫৮ পিএম
দীর্ঘ ১৯ বছর পর টেস্ট অভিষেকেই লজ্জার বিশ্বরেকর্ড

ছবি : ইন্টারনেট

ঢাকা : জিম্বাবুয়ে ও আফগানিস্তান নিজেদের ইতিহাসে মঙ্গলবার (২ মার্চ) প্রথমবারের মতো টেস্ট খেলতে মুখোমুখি হয়েছে। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম বলেই বোল্ড হয়েছেন আফগানিস্তানের অভিষিক্ত ওপেনার আব্দুল মালিক। এর মাধ্যমে অভিষেকেই ম্যাচের প্রথম বলে গোল্ডেন ডাকের লজ্জার বিশ্বরেকর্ডে নাম লিখিয়েছেন তিনি। দীর্ঘ ১৯ বছর পর টেস্ট অভিষেকেই লজ্জার বিশ্বরেকর্ডের ঘটনা ঘটলো।

এদিন আবু ধাবিতে টস জিতে ব্যাট করতে নেমে ম্যাচের প্রথম বলেই ২২ বছর বয়স্ক অভিষিক্ত আফগান ওপেনার আব্দুল মালিককে বোল্ড করে ফিরিয়ে দেন মুজুরাবানি। এর মাধ্যমে লজ্জার এই রেকর্ডে বাংলাদেশের হান্নান সরকার ও আফ্রিকার জিমি কুকদের রেকর্ডে নাম লেখান মালিক।

এর আগে সিরিজের প্রথম টেস্টের ১ম বলেই উইকেটের সবশেষ রেকর্ডটি ২০০২ সালে।  সেবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পেড্রো কলিন্সের বলে আউট হয়েছিলেন বাংলাদেশের হান্নান সরকার। তারও আগে ১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকা বনাম ভারত ম্যাচে কপিল দেবের বলে আউট হয়েছিলেন জিমি কুক।

এছাড়া টেস্ট অভিষেকে প্রথম বলেই আউট হওয়া তৃতীয় ব্যাটসম্যান আব্দুল মালিক। এর আগে জিমি কুক ছাড়া ওয়েস্ট ইন্ডিজের লিওন গ্যারিক ২০০১ সালে  অ্যালান ডোনাল্ডের বলে আউট হয়েছিলেন। গ্যারিকের টেস্ট ক্যারিয়ার শেষ হয়েছিল ঐ ম্যাচেই।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!