• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১০টি প্রশ্নের স্পষ্ট উত্তর দিলেন সাকিব


ক্রীড়া ডেস্ক এপ্রিল ৫, ২০২১, ০৩:৩৯ পিএম
১০টি প্রশ্নের স্পষ্ট উত্তর দিলেন সাকিব

ফাইল ছবি

ঢাকা : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসর আর মাত্র কয়েকদিন পর মাঠে গড়াতে যাচ্ছে। এর আগে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের সাকিব আল হাসান। সেখানে দশটি প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। কলকাতার হয়ে ২০‌১২ ও ২০১৪ সালে আইপিএলের শিরোপা জিতেছেন সাকিব। 

নিলামে তাকে কেনার সময় ফ্র্যাঞ্জাইজি কর্তৃপক্ষ বলেছিল, এই টাইগার অলরাউন্ডারকে তারা নিজেদের জন্য লাকি চার্ম বা সৌভাগ্যের প্রতীক ভাবেন। এবারের আসরে আরো ভালো করতে সংকল্পবদ্ধ সাকিব নিজেও। টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারের র‍্যাপিড ফায়ার পর্বে দশটি প্রশ্নের উত্তর দিয়েছেন সাকিব। 

একনজরে দেখে নিন সেগুলো:

প্রশ্ন: আইপিএলে কোন দলের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন?

সাকিব: মুম্বাই ইন্ডিয়ানস।

প্রশ্ন: আপনাদের দলের শক্তির জায়গা কোনটি?

সাকিব: আমার মতে, তিন ডিপার্টমেন্টই ভালোভাবে সাজিয়েছি আমরা। তবে আমাদের বোলিং বিভাগ এ বছর শিরোপা জেতাতে পারে।

প্রশ্ন: এবারের আইপিএলে আপনার ব্যক্তিগত লক্ষ্য কী?

সাকিব: দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা।

প্রশ্ন: আইপিএলের কোন রেকর্ড আপনি ভাঙতে চান?

সাকিব: একই ম্যাচে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নিতে চাই।

প্রশ্ন: আইপিএলের গত মৌসুমের পর আপনি কোন জিনিসটা শিখেছেন?

সাকিব: আইপিএলের অংশ হিসেবে প্রতিনিয়তই অনেক কিছু শেখা যায়।

প্রশ্ন: আইপিএলের কোন ম্যাচটা আপনি বারবার দেখেন?

সাকিব: নির্দিষ্ট কোনো ম্যাচ নেই।

প্রশ্ন: আইপিএলে আপনার চোখে নিজের সেরা পারফরম্যান্স কোনটা?

সাকিব: আমার মতে, ২০১৪ মৌসুম (২২৭ রান ও ১১ উইকেট)।

প্রশ্ন: বাবলে থাকার সবচেয়ে কঠিন জিনিস কোনটা?

সাকিব: সবচেয়ে কঠিন হলো, রুম থেকে বের হতে না পারা।

প্রশ্ন: টি-২০ খেলোয়াড় হিসেবে আপনার ব্যাপারে মানুষের ভুল ধারণা কোনটি?

সাকিব: মানুষ তো অনেক কিছুই বলে। তবে আমি সেসব নিয়ে ভাবি না। তাই বলতে পারছি না।

প্রশ্ন: আইপিএলে কোন বোলারকে খেলতে মুখিয়ে আছেন?

সাকিব: আমি জোফরা আর্চারকে খেলতে চাই। কিন্তু সে এখন ইনজুরিতে। তবে আরেকজন আছে, আমাদের দলের প্যাট কামিন্স। তাকে নেটে খেলতে পারব।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!