• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সন্ধ্যায় প্যারিসে পৌঁছাবেন মেসি


ক্রীড়া ডেস্ক আগস্ট ১০, ২০২১, ০৬:২১ পিএম
সন্ধ্যায় প্যারিসে পৌঁছাবেন মেসি

ঢাকা: আজ স্থানীয় সময় বিকেল তিনটায় প্যারিসে নামবেন লিওনেল মেসি। ব্যক্তিগত বিমানে করে প্যারিস যাত্রা করেছেন মেসি। বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় প্যারিসে নেমেই প্যারিসের পশ্চিম অঞ্চলের এক হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন।

আরএমসি ওয়ানের সাবেক প্রধান একটু আগেই টুইট করে সবাইকে নিশ্চিত করে জানিয়েছেন এ খবর। তিনি টুইটে বলেছেন, ‘লিওনেল মেসি এখন প্যারিসিয়ান। তিন বছরের জন্য চুক্তি করা হয়েছে। এর মধ্যে শেষ বছরটি ঐচ্ছিক। 

কিংবদন্তি ও ক্লাবের মধ্যে আলোচনা করে দুই বছরের পর সেটি বাড়ানো যাবে। আজ বিকেলেই প্যারিসে আসার কথা তার। মেডিকেল আজ সন্ধ্যা বা আগামীকাল সকালে হবে।’

মেসির প্যারিস-যাত্রা নিয়ে কোনো সন্দেহ রাখলেন না স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোও। ইনস্টাগ্রাম স্টোরিতে এই ছবি পোস্ট করে লিখেছেন, 'এক নতুন অভিযানের উদ্দেশ্যে, সবকিছু নিয়ে!'

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!