• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

এবার বার্সা-রিয়াল ও লা লিগা ভুগবে, বললেন মেসি


ক্রীড়া ডেস্ক আগস্ট ১২, ২০২১, ০৭:৪০ পিএম
এবার বার্সা-রিয়াল ও লা লিগা ভুগবে, বললেন মেসি

ঢাকা: লা লিগার তখন ভরা মৌসুম ছিল। যখন লিগটিতে খেলছিলেন মেসি, নেইমার, রোনালদোরা। কিন্তু হঠাৎ শুরু হল ভাঙনের ঝড়।

নেইমারের হাত ধরেই শুরু।পরের বছরেই আবার রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে চলে যান ক্রিস্টিয়ানো রোনালদো।

এরপরও খুব বেশি ক্ষতি হয়নি লা লিগার। কারণ একজন, তিনি লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকার কারণেই ভক্তরা নজর সরাতে পারে নি লা লিগা থেকে। এবার সেটাও গেল। বার্সেলোনার পক্ষে আর সম্ভব হয়নি মেসিকে ধরে রাখা। যার কারণে তারকাশূন্য লা লিগা। লিওনেল মেসির ধারণা, এভাবে তারকা হারিয়ে ফেলা ভোগাবে বার্সেলোনা ও রিয়ালকে।

তার বিদায়ে লা লিগা তারকাশূন্য হয়ে পড়েছে কি না, এমন প্রশ্ন করা হয়েছিল লিওনেল মেসিকে। জবাবে বলেছিলেন, ‘শেষ পর্যন্ত লিগের জন্য গুরুত্বপূর্ণ হলো এর দলগুলো। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ এখনো সেখানেই আছে। সেভিয়া আছে, ভ্যালেন্সিয়া এবং অ্যাথলেটিকো আছে, এগুলোও বড় দল। খেলোয়াড়েরা চলে গেলেও ক্লাবগুলো সব সময়ই থাকে। লা লিগা এখনো বড় ও গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। আগেও অনেক খেলোয়াড় গেছে এবং ক্লাবগুলো মানিয়ে নিয়েছে।’

তবে এই মুহূর্তে লা লিগা যে দর্শক আগ্রহ হারিয়ে ফেলছে এবং সে সুবাদে বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদকে যে ভুগতে হবে, সেটা স্বীকার করে নিয়েছেন মেসি।

এটাও বলেছেন, আবার বড় তারকাদের ফেরানো ছাড়া এ অবস্থা থেকে নিস্তার পাবে না এ দুই ক্লাব, ‘ক্লাবগুলো মানিয়ে নেয় এবং ভালো করে। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে এখন কিছুদিন ভুগতে হবে। কিন্তু কয়েক বছর পর ওরা সামলে নেবে। বড় তারকারা স্প্যানিশ ফুটবলে ফিরবে।’

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!