• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

২৮ বছর বয়সেই ভারতের তারকা ক্রিকেটারের বিদায়


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৪, ২০২১, ০৪:২৭ পিএম
২৮ বছর বয়সেই ভারতের তারকা ক্রিকেটারের বিদায়

ঢাকা: ভারতের জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির মতোই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন উন্মুক্ত চাঁদ। তাই চাঁদকে তুলনা করা হতো খোদ কোহলির সঙ্গে।

ভবিষ্যতের কোহলি বলা হতো তাকে। তবে সেই সুযোগ আর হলো কই। জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না বলে ২৮ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিসিসিআইকে বিদায়’ বলার ঘোষণা দিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। বলেছেন, এখন বিশ্বের অন্য জায়গায় ‘ভালো সুযোগ’ পাওয়ার অপেক্ষায় থাকবেন তিনি।  

ভারত ক্রিকেটকে বিদায়ের ঘোষণা দিয়ে চাঁদ লিখেছেন, ‘গত কয়েক বছর ধরেই আমার চলার পথটা মসৃণ ছিল না। সুযোগ থেকেও বঞ্চিত হয়েছি। শেষ কয়েক বছরে যা হয়েছে, আমার ভেতরের একটা অংশ সেটা মেনে নিতে পারেনি। তবুও এখান থেকেই ভালো কিছু নিয়ে সামনে এগোতে চাই আমি। দারুণ কিছু স্মৃতি নিয়েই বিসিসিআইকে বিদায় বলছি। এখন বিশ্বজুড়ে ভালো কোনো সুযোগের অপেক্ষায় থাকব।’

গুঞ্জন আছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের হয়েই আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যেতে পারে তাকে। সে ইঙ্গিত দিয়েছেন তিনি নিজেও, ‘ক্রিকেট একটা বৈশ্বিক খেলা। হয়তো মাধ্যমটা বদলাবে, তবে আমার এখনো লক্ষ্য শীর্ষ পর্যায়ের ক্রিকেটে খেলা।’

উল্লেখ্য, জাতীয় দলে এখনো সুযোগ না পেলেও ‘এ’  দলকে নেতৃত্ব দিয়েছেন। সব মিলিয়ে ৬৭টি প্রথম শ্রেণির ম্যাচে করেছেন ৩৩৭৯ রান, গড় ৩১.৫৭। অবশ্য লিস্ট ‘এ’-তে তার রেকর্ড আরো সম্মৃদ্ধ। ১২০ ম্যাচে ৪১.৩৩ গড়ে করেছেন ৪৫০৫ রান। এখন পর্যন্ত ৭৭টি টি-টোয়েন্টিতে ১৫৬৫ রান করেছেন তিনি।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!