• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

আইপিএলের প্রশংসা করলেন মোস্তাফিজ


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৭, ২০২১, ০৮:৪৭ পিএম
আইপিএলের প্রশংসা করলেন মোস্তাফিজ

ঢাকা: ২৯ ম্যাচ খেলার পর করোনার কারণে স্থগিত হয়ে যায় আইপিএলের চলতি বছরের আসর। বাকি ম্যাচ শুরু হচ্ছে আগামী সেপ্টেম্বরের ১৯ তারিখ।

আইপিএলে খেলার কথা রয়েছে বাংলাদেশের সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, আইপিএলে খেলার জন্য আবেদন করলে অনুমতি পাবেন সাকিব ও মোস্তাফিজ।

এ টুর্নামেন্ট নিয়ে মোস্তাফিজ বলেন, আইপিএলের মতো টুর্নামেন্টে খেললে তা আন্তর্জাতিক ক্রিকেটেও অনেক সাহায্য করে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে মোস্তাফিজ বলেছেন, ‘স্বাভাবিকভাবেই নিউজিল্যান্ড সিরিজ, আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমি আত্মবিশ্বাসী। কারণ বর্তমানে আমি ভালো ছন্দে আছি। আশা করছি, এটিকে ধরে রাখতে পারব।’

এই পেসার আরো বলেন, ‘আমার মনে হয় যে, আইপিএলে খেলাটা আন্তর্জাতিক মঞ্চে ভালো করতেও অনেক সাহায্য করে। কারণ আপনি সেখানে সব সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলেন। তাই আপনি যদি আইপিএলে ভালো করেন, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটও অনেক সহজ হয়ে যায়।’

বিশ্বকাপের আগে আইপিএল খেললে সেটি ব্যক্তিগতভাবে অনেক ভালো হবে বলে মনে করেন ফিজ, ‘বিশ্বের সেরা খেলোয়াড়রা আইপিএলে লড়াই করে। সেখানে যদি সফল হন, তাহলে অবশ্যই আত্মবিশ্বাস বাড়বে। আমি নিশ্চিত, এবার যদি আইপিএলে ভালো করতে পারি, তাহলে অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে খেলতে পারব।’

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!