• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

পিএসজির হয়ে মাঠে নামছেন মেসি, যে উদ্যোগ নিলেন পিকে


ক্রীড়া ডেস্ক আগস্ট ২৬, ২০২১, ০২:৪৫ পিএম
পিএসজির হয়ে মাঠে নামছেন মেসি, যে উদ্যোগ নিলেন পিকে

ঢাকা: লিওনেল মেসির বন্ধু জেরার্ড পিকে। দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন বার্সেলোনায়। তবে মেসি এখন পিএসজিতে। দূরে চলে গেলেও প্রিয় বন্ধুকে কী করে ভুলবেন পিকে। প্রিয় বন্ধুদের মধ্যে বিচ্ছেদ শুধু দূরুত্বই তৈরি করে কিন্তু ভালোবাসা একটুও কমাতে পারেনা। 

রোববার পিএসজির জার্সিতে মাঠে নামার সম্ভাবনা রয়েছে মেসির। অন্য ক্লাবের হয়ে মাঠে নামছেন বন্ধু, তাইতো সাবেক সতীর্থের খেলা বার্সেলোনায় দেখানোর উদ্যোগ নিয়ে নিয়েছেন পিকে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, স্পেনে ফ্রান্সের শীর্ষ লিগের খেলা দেখানোর স্বত্ব কিনেছে পিকের মালিকানাধীন প্রতিষ্ঠান কসমস হোল্ডিং। সূত্র মারফত খবরটি জানিয়েছে ইএসপিএন। এই স্বত্ব তিন বছরের জন্য কিনেছে পিকের প্রতিষ্ঠান। 

তবে রেইমের বিপক্ষে রোববার পিএসজির ম্যাচটি স্পেনে ফ্রি দেখা যাবে লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘টুইচ’-এ। এই মাধ্যমে ম্যাচটি সম্প্রচার করবেন স্প্যানিশ স্ট্রিমার ইবাই লানোস। স্প্যানিশ টিভি চ্যানেল ‘টেলেফিনকো’-ও এ সপ্তাহে পিএসজির ম্যাচের সম্প্রচারস্বত্ব কিনেছে। এনজয় টিভির সঙ্গে যৌথভাবে লিগ আর সম্প্রচারস্বত্ব কিনেছে কসমস। পিকের প্রতিষ্ঠান এই স্বত্ব এখন সাবলাইসেন্সের মাধ্যমে টিভি চ্যানেলে কিংবা ওটিটি প্ল্যাটফর্মে হস্তান্তর করতে চায়। 

সূত্র মারফত ইএসপিএন জানিয়েছে, বার্ষিক ‘২৫ লাখ ইউরোর কমে’ স্পেনে এত দিন ফরাসি ফুটবলের খেলা দেখানোর স্বত্ব ধরে রেখেছিল মুভিস্টার। কিন্তু এ মৌসুম শুরুর আগে মুভিস্টার আর এই সম্প্রচার চুক্তি নবায়ন করেনি। সেটি অবশ্য মেসির বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার আগের ঘটনা।

মেসির খেলার সঙ্গে পিকের সম্প্রচারস্বত্ব কেনার বেশ একটা যোগসূত্র রয়েছে। গত কোপা আমেরিকা ফাইনালের স্বত্বও কিনেছিল কসমস। টুইচে সেটা লানোসের স্ট্রিমিং চ্যানেলের মাধ্যমে সম্প্রচার করা হয়। ব্রাজিলে অনুষ্ঠিত কোপার ফাইনালে স্বাগতিকদের হারিয়ে দেশের হয়ে প্রথম শিরোপার দেখা পান লিওনেল মেসি। 

পিকের কসমস অবশ্য শুধু মেসির খেলা নিয়েই পড়ে নেই। ইতালিয়ান সিরি ‘বি’র খেলা স্পেনে দেখানোর স্বত্বও কিনেছে কসমস। স্পেন ছাড়া আরও কিছু দেশে সিরি ‘বি’র খেলা দেখাবে কসমস। বার্সার পরবর্তী সভাপতি হিসেবে অনেকেই ভেবে থাকেন পিকেকে। যদিও এখনো বার্সার হয়ে খেলে চলেছেন ৩৬ বছর বয়সী এ ডিফেন্ডার। 

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!