• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মোস্তাফিজের সতীর্থ টি-টোয়েন্টির এক নাম্বার বোলার


ক্রীড়া ডেস্ক আগস্ট ২৬, ২০২১, ০৪:৩২ পিএম
মোস্তাফিজের সতীর্থ টি-টোয়েন্টির এক নাম্বার বোলার

ঢাকা: দক্ষিণ আফ্রিকান চায়নাম্যান তাবরাইজ শামসিকে দলে ভিড়িয়েছে মোস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়্যালস।

আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে শামসিকে দলে নেয়ার খবর জানিয়েছে রাজস্থান ফ্র্যাঞ্চাইজি।আইপিএলের বাকি থাকা ম্যাচগুলোতে রাজস্থানের জার্সি গায়ে বাংলাদেশ দলের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের সতীর্থ হিসেবে দেখা যাবে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি বোলারকে।

এর আগে আইপিএলে মাত্র একটি আসরে খেলেছেন শামসি। ২০১৬ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়েছে চার ম্যাচে নিয়েছিলেন ৩টি উইকেট। সদ্য সমাপ্ত দ্য হানড্রেডে পাঁচ ম্যাচে ৭ উইকেট শিকার তার।

এদিকে একের পর এক জৈব সুরক্ষা বলয়ের মানসিক ধকলের কারণে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন অ্যান্ড্রু টাই। এ সময়টায় তিনি বরং পরিবারের সঙ্গে থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ার কারণেও হতাশ টাই।

এদিকে ইংল্যান্ডেরও দুই খেলোয়াড়কেও পাবে না রাজস্থান। ইনজুরির কারণে খেলতে পারবেন না জোফরা আর্চার এবং ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন জস বাটলার। নিউজিল্যান্ডের ব্যাটসম্যান গ্লেন ফিলিপসকে নেয়া হয়েছে বাটলারের জায়গায়। এছাড়া তারকা অলরাউন্ডার বেন স্টোকসের ব্যাপারেও রয়েছে অনিশ্চয়তা।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!