• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইপিএলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন কোহলি


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২০, ২০২১, ১০:৫৩ এএম
আইপিএলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন কোহলি

ছবি: ইন্টারনেট

ঢাকা : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক বিরাট কোহলি। গত সপ্তাহে এই ঘোষণার এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটেও অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন তিনি।

রোববার (১৯ সেপ্টেম্বর) আইপিএলের ১৪তম আসরের দ্বিতীয় পর্ব শুরুর দিন এক ভিডিওবার্তায় আগামী মৌসুম থেকে অধিনায়কত্ব না করার কথা জানিয়েছেন কোহলি। 

তবে যতদিন আইপিএলে খেলবেন, ব্যাঙ্গালুরুতেই খেলার অঙ্গীকার করেছেন টুর্নামেন্টের ইতিহাসের এ সফলতম ব্যাটসম্যান। ভিডিওবার্তায় কোহলি বলেছেন, ‘আজ (রোববার) সন্ধ্যায় সতীর্থদের সঙ্গে কথা বলেছি। টুর্নামেন্টের দ্বিতীয় লেগ শুরুর আগে সবাইকে জানাতে চাই, আইপিএলে এটাই ব্যাঙ্গালুরর অধিনায়ক হিসেবে আমার শেষ আসর হতে যাচ্ছে।বেশ কিছু দিন ধরেই এটা আমার ভাবনায় ছিল।’

তিনি বলেন, ‘অনেক বছর ধরেই আমার ওপর চাপ অনেক বেশি। আর তা কমাতেই সম্প্রতি আমি ভারত টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছি। আগামীতেও আমি আমার বাকি দায়িত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকব। সতেজ হয়ে, ভাবনাগুলোকে গুছিয়ে নিয়ে কীভাবে আমি এগিয়ে যেতে চাই, সেই ব্যাপারে পরিষ্কার হতে আমার এই নির্ভার হওয়াটা দরকার।’

‘বুঝতে পারছি ব্যাঙ্গালুরু একটা পালাবদলের মধ্য দিয়ে যাবে। আগামী বছর বড় নিলাম আসছে। তবে আমি টিম ম্যানেজমেন্টকে বলেছি, ব্যাঙ্গালুরু ছাড়া আর কোনো দলের কথা ভাবছি না। প্রথম দিন থেকেই আমি এই দলের হয়ে খেলার জন্য নিবেদিত, আইপিএলে আমার শেষ ম্যাচ পর্যন্ত তা-ই থাকব।’

‘আনন্দ বেদনা হতাশার ৯ বছরের অসাধারণ এক যাত্রা। এখানে খুশির মুহূর্ত ছিল, বেদনার মুহূর্ত ছিল। আমি সবাইকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাতে চাই, আমাকে নিঃশর্ত ও ধারাবাহিকভাবে সমর্থন দেওয়ার জন্য এবং আমার ওপর আস্থা রাখার জন্য। এটা স্রেফ একটা বিরতি। এটা যাত্রার শেষ নয়, যাত্রা চলবে। যেভাবে অনেক বছর ধরে চলছে, সেভাবেই চলবে। সবাইকে ধন্যবাদ।’

অধিনায়ক হিসেবে শুধুমাত্র আইপিএলে শিরোপাটিই জিততে পারেননি কোহলি। এছাড়া ব্যাট হাতে অধিনায়কদের মধ্যে তিনিই সবার সেরা। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১৩২ ম্যাচে অধিনায়কত্ব করে ৬২টি জিতেছেন কোহলি। সেরা সাফল্য ছিলো ২০১৬ সালের আসরে ফাইনালে ওঠা। সেবার সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারে কোহলির ব্যাঙ্গালুরু।

ব্যাট হাতে এখনও পর্যন্ত ৩৭.৯৭ গড় ও ১৩০.৪১ স্ট্রাইকরেটে ৬০৭৬ রান করেছেন তিনি। আর অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ৫ সেঞ্চুরি ও ৩৩ হাফসেঞ্চুরিতে ৪৩.২৭ গড় ও ১৩৪.১১ স্ট্রাইকরেটে ৪৬৭৪ রান করেছেন কোহলি। যা আর কোনো ব্যাটসম্যান বা অধিনায়ক করে দেখাতে পারেননি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!