• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাংলাদেশের চরম ব্যাটি বিপর্যয় 


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১৬, ২০২২, ০৮:১৬ পিএম
বাংলাদেশের চরম ব্যাটি বিপর্যয় 

ফাইল ছবি

ঢাকা: অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া যে ঠিক ছিল না সেটিই প্রমাণ করছেন টাইগার যুবারা। শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে রাকিবুলের দল। একে একে পাঁচ উইকেট নেই টাইগার যুবাদের। শেষ খবর পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৯ রান। এই রান তুলতেই ১৫ ওভার খেলেছে যুবারা।

দলীয় ৬ রানের মাথায় বিদায় নেন মাহফিজুল ইসলাম, ৭ রানের মাথায় ফিরে যান আরিফুল ইসলাম, এরপর নাবিল আর ফাহিমও প্যাবিলিয়নের পথ ধরলে ৮ রানেই চার উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। দলের দায়িত্ব নিতে পারেননি আশিকও। ব্যক্তিগত ৯ ও দলীয় ২৬ রানে আউট হয়ে দলের বিপদ আরো বাড়ান এই ব্যাটার। ক্রিজে আছেন আইচ মোল্লা ও মামুন।  

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!