• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক নজরে ফরচুন বরিশালের স্কোয়াড


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ২১, ২০২২, ১২:২৮ পিএম
এক নজরে ফরচুন বরিশালের স্কোয়াড

ঢাকা: বেশ কয়েকজন তারকাকে দলে নিয়েছে দলটি। বেশ আগেই তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলভুক্ত করেছিল বরিশাল। 

প্লেয়ার্স ড্রাফটে দলটি স্কোয়াডে ভিড়িয়েছে কাজী নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, নাঈম হাসানের মত জাতীয় দলের তারকাদের। এছাড়াও বরিশালে ঠাই পেয়েছেন মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, সালমান হোসেন ইমন ও ইরফান শুক্কুরের মতো ক্রিকেটারদের।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে গুনাথিলাকাকে পাচ্ছে না সাকিবের দল। সেই সুযোগে বরিশাল দলে ভিড়িয়েছে ক্যারিবীয় অল-রাউন্ডার ডোয়াইন ব্রাভোকে। এছাড়া দেশি খেলোয়াড় মুনিম শাহারিয়ারকেও দলে নেওয়ার কথা জানানো হয়েছে।

ফরচুন বরিশালের স্কোয়াড

সরাসরি সাইন : সাকিব আল হাসান, মুজিব উর রহমান (আফগানিস্তান), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)।

ড্রাফট থেকে : কাজী নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, ওবেদ ম্যাককয় (ওয়েস্ট ইন্ডিজ), আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ), তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, নিরোশান ডিকওয়েলা (শ্রীলঙ্কা), নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন ইমন, ইরফান শুক্কুর, ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), মুনিম শাহারিয়ার।

উল্লেখ্য, ড্রাফটের আগেই সাকিব আল হাসানকে সরাসরি চুক্তিতে দলে টেনেছে ফরচুন বরিশাল। বাংলাদেশের এ তারকা অলরাউন্ডার ‘এ’ ক্যাটাগরিতে পারিশ্রমিক পাবেন ৭০ লাখ টাকা।

ড্রাফট ও সরাসরি চুক্তি মিলিয়ে দেশি মোট ১৩ খেলোয়াড়ের পেছনে ফরচুন বরিশালের খরচ ৩ কোটি ৫৬ লাখ টাকা। সবমিলিয়ে ফরচুন বরিশালের খরচ ৪ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!