• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মিরপুর থেকেই শেষ যাত্রা মোশাররফ রুবেলের


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ২০, ২০২২, ১০:১৬ এএম
মিরপুর থেকেই শেষ যাত্রা মোশাররফ রুবেলের

ঢাকা : ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) জীবনের শেষ ক্রিকেট ম্যাচটি মিরপুরেই খেলেছিলেন মোশাররফ হোসেন রুবেল। মস্তিষ্কে টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ বিরতিতে যাওয়া রুবেলের ব্যাট-বল নিয়ে আর ফেরা হলো না মিরপুরে। মঙ্গলবার শেষ বারের মতো আসলেন, তবে এবার ব্যাট বল নিয়ে নয়, এলো তার নিথর দেহ। যে মাঠে দুই যুগের বেশি সময় ব্যাট-বল নিয়ে সময় কাটিয়েছেন তিনি। এই মাঠেই শোকে কাতর মাশরাফি-মুশফিক-মাহমুদউল্লাহরা তাকে শেষ বিদায় জানালেন। মঙ্গলবার বিকেল ৫টায় মৃত্যুর পর শের-ই-বাংলা স্টেডিয়ামে জানাজা শেষে রাতেই বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

বাংলাদেশের হয়ে পাঁচটি ওয়ানডে খেলা মোশাররফ হোসেনের লাশ রাত সাড়ে ৯টার দিকে আনা হয় বিসিবি কার্যালয় প্রাঙ্গনে। পরে স্টেডিয়ামের ভেতর বাংলাদেশ দলের ড্রেসিংরুমের সামনে রেখে জানাজা সম্পন্ন হয়।

রুবেলকে শেষ শ্রদ্ধা জানাতেই হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হয়েছে জানাজা। এতে মাশরাফি, মুশফিক, মাহমুদউল্লাহ, এনামুল হক, আল আমিন, শরিফুল, ইমরুল কায়েস, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, কামরুল ইসলাম রাব্বিসহ সাবেক ও বর্তমান ক্রিকেটারদের বেশিরভাগই উপস্থিত ছিলেন। সাবেক ক্রিকেটারদের মধ্যে আব্দুর রাজ্জাক, হাবিবুল বাশার থেকে শুরু করে তুষার ইমরান, আতহার আলী, ফারুক আহমেদ, খালেদ মাহমুদ সুজন, আকরাম খান, নাঈমুর রহমানদের দেখা যায়।

বোর্ড সভাপতি উপস্থিত না থাকলেও বেশিরভাগ বোর্ড পরিচালকদের দেখা গেছে জানাজায়। এসেছিলেন জালাল ইউনুস, ইফতেখার মিঠু, তানভীর আহমেদ টিটু, ঈসমাইল হায়দার মল্লিক। প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দীন চৌধুরীও তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। ছিলেন স্থানীয় কোচ সোহেল ইসলাম, মিজানুর রহমান বাবুলসহ বেশ কয়েকজন।

সাবেক অধিনায়ক আকরাম খান স্মৃতিচারণ করে শুধু বললেন, ‘একটা ভালো মানুষের যেসব গুণ থাকা দরকার রুবেলের সব ছিল। শৃঙ্খল জীবন। ভালো ক্রিকেট খেলতো। ভালো মানুষ। শিক্ষিত ছেলে। ভালো পরিবারের ছেলে। উদাহরণ দেওয়ার মতো একজন মানুষকে আজ আমরা হারালাম।’

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার হার মেনেছেন রুবেল। ৪০ বছর বয়সে পৃথিবী ছেড়ে গেলেন বাঁহাতি স্পিনার। তার মস্তিষ্কে বাসা বেঁধেছিল টিউমার। চিকিৎসা নিয়েছেন দেশ ও দেশের বাইরে- ভারত ও সিঙ্গাপুরে। শুরুতে কিছুটা উন্নতি হলেও ধীরে ধীরে অবনতি হয়। গত বছরের শেষ দিকে শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে আবারও ভারতে চিকিৎসা করাতে যান। কিন্তু ২৩ ফেব্রুয়ারি ঢাকা ফেরার পর থেকে অবনতি ঘটে তার। 

২০১৯ সালে মোশাররফ রুবেলের মস্তিষ্কে ক্যানসার ধরা পড়ে। সিঙ্গাপুরে অস্ত্রোপচার করে টিউমার অপসারণ করা হয়। ২৪টি কেমোথেরাপির পর মোটামুটি সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। কিছুদিন আগে নতুন করে টিউমার ধরা পড়ে তার মস্তিষ্কে। গত মাসে তাকে ভর্তি করা হয় হাসপাতালে।

তবে প্রায় এক মাস পর ১৫ এপ্রিল হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন রুবেল। সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে নাম লেখালেন এ ক্রিকেটার।


সোনালীনিউজ/এনএন

Wordbridge School
Link copied!