• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কাতার বিশ্বকাপ

রাজনৈতিক নেতারা কে কোন দলের সমর্থক  


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২০, ২০২২, ০৩:০৮ পিএম
রাজনৈতিক নেতারা কে কোন দলের সমর্থক  

ঢাকা:  আর কয়েক ঘন্টা পরই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। গোটা বিশ্ব আক্রান্ত হচ্ছে বিশ্বকাপ জ্বরে। বাংলাদেশও এর বাইরে নয়। রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে উড়তে শুরু করেছে ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা। বিশ্বকাপ এলেই আমজনতা থেকে শুরু করে সেলিব্রিটিরাও বিভক্ত হয়ে পড়েন হলুদ-নীল আর আকাশি-সাদা এই দুই শিবিরে।

এবারও তার ব্যতিক্রম হয়নি। চলমান রাজনীতির উত্তাপের মধ্যে রাজনীতিকরাও সময় বের নেবেন ফুটবলে মেতে উঠতে। এই ফাঁকেই খবর নিয়ে দেখা গেল, দুই প্রধান রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক ও মহাসচিব মুখে একে অন্যকে বাক্যে বিদ্ধ করলেও ফুটবলে একই দলের পক্ষে হাততালি দেবেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘ব্রাজিলের সাপোর্টার’। তিনি জানান, তিনিসহ তার দুই মেয়েও নীল-হলুদ শিবিরের সমর্থক। 'আমার ফেভারিট খেলা ফুটবল ও ক্রিকেট। ফুটবলে আমি সব সময় ব্রাজিলের সাপোর্টার। আমরা দুই মেয়েও ব্রাজিলকে সমর্থন করেছে।'

ফখরুল আরো বলেন, 'আপনি দেখবেন ব্রাজিলের খেলোয়াড়দের সঙ্গে ফুটবলের সম্পর্ক অবিচ্ছিন্ন। তারা চোখের পলকে পাল্টে দিতে পারে খেলার গতিপথ।

এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবার ব্রাজিলের সঙ্গে লাতিন আমেরিকার আরেক দেশ আর্জেন্টিনাকেও সমর্থন করেন।

তিনি বলেন, 'আমি ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলের সমর্থক। তবে ফ্রান্সের খেলাও আমার পছন্দ।' সেক্ষেত্রে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়ে পড়লে ওবায়দুল কাদেরকে মধুর সমস্যায় পড়তে হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান ব্যস্ততার মধ্যেও খেলা দেখার সময় বের করবেন বলে জানালেন। রাজনীতিতে একই দলে থাকলেও খেলার সময় দুজন থাকবেন দুই শিবিরে। নানক ব্রাজিলের সমর্থক, আর রহমান আর্জেন্টিনার।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের প্রিয় দল আর্জেন্টিনা। ছাত্রজীবনে খেলোয়াড় হিসেবে নাম কুড়ানো জাসদ সভাপতি হাসানুল হক ইনু ব্রাজিলের সমর্থক।

ইনুর ভাষায়, 'ব্রাজিলের খেলার পাস থেকে শুরু খেলোয়াড়দের খেলার ধরনই আলাদা। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল একটি দেশ যেভাবে মাঠে গায়ের জোর না দেখিয়ে, মাথার বুদ্ধি দিয়ে খেলে, সেটা এক কথায় নান্দনিক খেলা।'

জাতীয় রাজনীতিকদের মতো প্রতিপক্ষ ছাত্র সংঠনের নেতা-কর্মীদের মধ্যেও দেখা যায় ফুটবলের মেলবন্ধন। ইমরান নূর জাতীয়তাবাদী ছাত্রদলের সমর্থক। তার ঘনিষ্ঠ বন্ধু রেজাউর রহমান ছাত্রলীগের কর্মী। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আরেক জন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়েন।

ইমরান বলেন, 'রাজনীতিতে আমরা দু’জন বিপরীত মেরুতে অবস্থান করলেও বিশ্বকাপ ফুটবলে আমরা এক মেরুতে। ব্রাজিল আমাদের দুইজনের কাছে ফেভারিট।'

একই কথা জানিয়ে রেজাউর বলেন, 'বিশ্বকাপ ফুটবলে মধ্যেই ছাত্রলীগের কাউন্সিল রয়েছে সামনে। তারপরও আমরা খেলা মিস করব না।'

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!