• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ট্রফির সঙ্গে যেসব রেকর্ডের ছড়াছড়ি মেসির 


ক্রীড়া ডেস্ক  ডিসেম্বর ১৯, ২০২২, ০৮:৪৪ এএম
ট্রফির সঙ্গে যেসব রেকর্ডের ছড়াছড়ি মেসির 

ঢাকা: কিংবদন্তি হতে হলে বিশ্বকাপের সোনালি ট্রফিটা নাকি উঁচিয়ে ধরতেই হবে লিওনেল মেসিকে। ক্লাব ফুটবলে সবকিছু জেতা আর্জেন্টাইন তারকার অপূর্ণতা ছিল ওই একটাই। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ, প্রতিবেশীদের দেশে খুব কাছে গিয়েও শিরোপা ছুঁয়ে দেখা হলো না আর্জেন্টিনা ও লিওনেল মেসির। দ্বিতীয়বার সুযোগ পেয়েই আর্জেন্টিনাকে করলেন বিশ্বচ্যাম্পিয়ন। ৩৬ বছর পর বিশ্বকাপের সোনালি ট্রফি জয়ের স্বাদ পেল আলবিসেলেস্তেরা। একই সঙ্গে লিওনেল মেসি গড়েছেন বেশকিছু ব্যক্তিগত রেকর্ড। কাতারের দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ৮০ হাজারের বেশি দর্শক সাক্ষী হলেন রেকর্ডগুলোর।

দুই গোল্ডেন বলজয়ী একমাত্র ফুটবলার

বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাস ভাঙার হাতছানি ছিল লিওনেল মেসির সামনে। দেশকে শিরোপা জেতাতে না পারলেও ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন তিনি। জিতেছিলেন বিশ্বকাপের সেরা ফুটবলারের পুরস্কার গোল্ডেন বল। এবার কাতার বিশ্বকাপেও গোল্ডেন বল জেতেন তিনি। বিশ্বকাপে দুবার সেরা ফুটবলার হওয়ার নজির নেই কারও। এই রেকর্ড গড়া বিশ্বের একমাত্র ফুটবলার তিনিই।

বিশ্বকাপের সব পর্বে গোল

৯২ বছরের ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপের সব পর্বে গোল করার অনন্য এক রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপের এক আসরে গ্রুপপর্ব, রাউন্ড অব সিক্সটিন, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে গোল করে এই রেকর্ড গড়েছেন সাতবারের বর্ষসেরা ফুটবলার। বিশ্বকাপে এমন নজির নেই আর কারও।

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল

আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা এখন লিওনেল মেসি। পেছনে ফেলেছেন আর্জেন্টিনার আরেক কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করার মাধ্যমে ফুটবল বিশ্বকাপে ছাড়িয়ে যান বাতিস্তুতার ১০ গোলের রেকর্ডকে। আর ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দুই গোল করে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের দখলে নিলেন তিনি। বিশ্বকাপে মেসির গোল ১৩টি।

সবচেয়ে বেশি ম্যাচ

কাতার বিশ্বকাপের ফাইনালে নামার আগে ২৫ ম্যাচ খেলেছিলেন লিওনেল মেসি। ফ্রান্সের বিপক্ষে ফাইনাল খেলতে নেমে বিশ্বকাপে সবচেয়ে বেশি ২৬ ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়েছেন তিনি। এ ক্ষেত্রে মেসি পেছনে ফেলেছেন জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক লোথার ম্যাথিউজের ২৫ ম্যাচ খেলার রেকর্ড।

সবচেয়ে বেশি মিনিট

ফাইনালের আগে বিশ্বকাপে মেসি খেলে ছিলেন সর্বমোট ২১৯৪ মিনিট। সময়ের হিসাবে তিনি ছিলেন দ্বিতীয় স্থানে। ২২১৭ মিনিট খেলে শীর্ষে ছিলেন ইতালির সাবেক অধিনায়ক পাওলো মালদিনি। ফাইনালে ২৪ মিনিট খেলে শীর্ষে উঠে যান আর্জেন্টাইন প্রাণভোমরা।

সবচেয়ে বেশি জয়

বিশ্বকাপের ফাইনালের আগে দ্বিতীয় অবস্থানে ছিলেন তিনি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়ে আরও একটি রেকর্ড স্পর্শ করলেন তিনি। বিশ্বকাপের এ পর্যন্ত ১৭ ম্যাচ জিতে এই তালিকায় এককভাবে শীর্ষে ছিলেন জার্মানির সাবেক তারকা মিরোস্লাভ ক্লোসা। ফাইনাল জিতে ক্লোসার এই রেকর্ডে ভাগ বসালেন সাতবারের বর্ষসেরা ফুটবলার।

সবচেয়ে বেশি গোলে অবদান

বিশ্বকাপে মেসি গোল করেছেন ১৩টি এবং করিয়েছেন ৯টি। দলের ২২টি গোলে অবদান রয়েছে তার। বিশ্বকাপের ১২ গোল করার পাশাপাশি সতীর্থদের ১০টি গোল করিয়েছেন ব্রাজিলের ফুটবল সম্রাট পেলে। দলের মোট ২২টি গোলেও অবদান রয়েছে তার। ফাইনালে ২ গোল করে ফুটবল সম্রাট পেলেকে ছুঁয়েছেন লিওনেল মেসি।

সবচেয়ে বেশি অ্যাসিস্টে দ্বিতীয়

বিশ্বকাপে সতীর্থদের দিয়ে সবচেয়ে বেশি ১০টি গোল করিয়েছেন পেলে। আর বিশ্বকাপে এখন পর্যন্ত মেসি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ৯টি। ফাইনালে সতীর্থদের দিয়ে আরও দুটি গোল করাতে পারলে ভেঙে যেত ফুটবল সম্রাট পেলের রেকর্ড। আর একটি গোলে সাহায্য করলে ছুঁয়ে ফেলতেন ব্রাজিলের কালো মানিককে। কিন্তু না হওয়ায় সবচেয়ে বেশি অ্যাসিস্টের তালিকার দ্বিতীয় থেকেই বিশ্বকাপ শেষ করলেন লিওনেল মেসি।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!