• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বর্ষসেরা কোচ লিওনেল স্কালোনি


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ৮, ২০২৩, ০৯:২৯ পিএম
বর্ষসেরা কোচ লিওনেল স্কালোনি

ঢাকা: লিওনেল স্কালোনি কোচ হয়ে আসার পর থেকে একের পর এক সাফল্য পেয়েছে আর্জেন্টিনা। সবশেষ আর্জেন্টিনার চূড়ান্ত লক্ষ্যটাও পূরণ করতে পেরেছেন স্কালোনি। তার অধীনেই কোপা আমেরিকা জিতে ২৮ বছর পর শিরোপা খরা ঘুঁচায় আর্জেন্টিনা। এরপর ফিনালিসিমা জয়। এর এক বছরের মধ্যে আর্জেন্টিনা জিতল বিশ্বকাপও।

সেই লিওনেল স্কালোনিকে এবার বর্ষসেরা কোচের সম্মানে ভূষিত করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের ইতিহাস এবং পরিসংখ্যান বিভাগ (আইএফএফএইচএস)। আর্জেন্টাইন এই কিংবদন্তি এখানে টেক্কা দিয়েছেন ফ্রান্সের দিদিয়ের দেশ্যম ও মরক্কোর ওয়ালিদ রেগরাগুইকে। 

অফিশিয়াল ওয়েবসাইটে আইএফএফএইচএস স্কালোনি সম্পর্কে লিখেছে, ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর স্কালোনির দল জিতেছে ফিনালিসিমা ও বিশ্বকাপ।

আর্জেন্টিনার প্রধান কোচ হিসেবে তার চুক্তি বাড়ানোর প্রস্তাব দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সেই চুক্তিতে সই করবেন বলেও জানিয়েছেন স্কালোনি। আপাতত ২০২৬ সালের ডিসেম্বর মাস পর্যন্ত চুক্তি রয়েছে স্কালোনির। অর্থাৎ, চার বছর পরে আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত বিশ্বকাপেও আর্জেন্টিনার কোচ হিসেবে দেখা যাবে স্কালোনিকে।

আইএফএফএইচএস এর জরিপে সেরা কোচের তালিকা-

১। লিওনেল স্কালোনি- ২৪০ পয়েন্ট

২। দিদিয়ের দেশ্যম- ৪৫ পয়েন্ট

৩। ওয়ালিদ রেগরাগুই- ৩০ পয়েন্ট

৪। জ্লাৎকো দালিচ- ২০ পয়েন্ট

৫। হাজিমে মরিয়াসু- ১৫ পয়েন্ট

৬। লুইস ফন গাল ও গ্রেগ বারহাল্টার- ১০ পয়েন্ট

৭। হার্ভে রেনার্ড, তিতে ও পাওলো বেন্তো- ৫ পয়েন্ট।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!