• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পাবনার ভাঙ্গুড়ায় ফুটবল খেলায় মেতে উঠলেন শিশু শিক্ষার্থীরা 


শেখ সাখাওয়াত হোসেন, পাবনা  জুলাই ১৭, ২০২৩, ০২:৫৯ পিএম
পাবনার ভাঙ্গুড়ায় ফুটবল খেলায় মেতে উঠলেন শিশু শিক্ষার্থীরা 

পাবনা: প্রবাদ আছে, ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে।’ শিশুকে কখনোই তার নিজস্ব গণ্ডির বাইরে রাখা উচিত নয়। তাকে তার মতো করে বেড়ে উঠতে দিতে হবে। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। সুতরাং ভবিষ্যৎ নাগরিকদের যথাযথভাবে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে রাষ্ট্র, অভিভাবক তথা সমাজের সবারই নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে দরকার তার সঠিক মানসিক বিকাশ। আর এ মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি সবচেয়ে বেশি ভূমিকা খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চা।

শিশু শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য পাবনার ভাঙ্গুড়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ খেলার মাঠে উপজেলা সেবাব্রতী কিন্ডার গার্টেন ও বড়াল কিন্ডার গার্টেনের আয়োজনে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।

সোমবার সকালে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসা দর্শক খেলাটি উপভোগ করেন। ৭০ মিনিটের খেলায় বড়াল কিন্ডার গার্টেন ফুটবল একাদশ ৫-২ গোলে উপজেলা সেবাব্রতী কিন্ডার গার্টেন ফুটবল একাদশকে পরাজিত করে।

ম্যাচ শেষে উভয় দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন শিক্ষক ও অভিভাবকরা। উক্ত প্রীতি ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন বড়াল কিন্ডার গার্টেন ফুটবল একাদশের দলীয় অধিনায়ক রিহাদ আল-নিহাল।

উক্ত ম্যাচে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন, সরকারি শারীরিক শিক্ষা কলেজ রাজশাহী'র বিপিএড শিক্ষার্থী ও সোনালী নিউজ এর পাবনা জেলা প্রতিনিধি শেখ সাখাওয়াত হোসেন (বি.এ)।

খেলার আয়োজকরা জানান, শিক্ষার পাশাপাশি শিশুদের প্রয়োজন সুস্থ, সুন্দর ওউ আনন্দময় জীবন। আর এ জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম খেলাধুলা। খেলাধুলা চর্চার প্রতি শিশু-কিশোরদের সব সময়ই আগ্রহ থাকে। তারা খেলাধুলা করতে চায়। ভালো পরিবেশে খেলাধুলা করতে পারলে তাদের পড়ালেখার প্রতিও মনোযোগী করে তোলা যায়। সোমবারের প্রীতি ফুটবল ম্যাচে আনন্দ-উৎসবে মেতে ওঠেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।’

উক্ত প্রীতি ফুটবল ম্যাচে উপজেলা সেবাব্রতী কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক শিরিন আক্তার, ক্রীড়া শিক্ষক আব্দুল মান্নান লাবু, সহকারী শিক্ষক নূরে আলম, রেহানা পারভীন, সবিতা রানী ঘোষ, ফরিদা পারভীন, আবু সাঈদ শুভ, বড়াল কিন্ডার গার্টেনের অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল কুদ্দুস মিয়া, ক্রীড়া শিক্ষক বি এম ছানাউল্লাহ ও সহকারী শিক্ষক মোঃ খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ নাহিদ হাসান খান সোনালী নিউজ কে বলেন, শারীরিক শক্তি ও মানসিক চিন্তা-চেতনা, বুদ্ধিমত্তা বিকাশের অন্যতম মাধ্যম হল খেলাধুলা। খেলাধুলাই একমাত্র সুস্থ শরীর গঠন, সঠিক ব্যক্তিত্ব বিকাশ ও মানসিক বিকাশে কার্যকরী ভূমিকা পালন করে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের সচেতন করে তোলে। খেলাধুলা শিক্ষার্থীদের মনকে উৎফুল্ল করে। যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হারও। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে।

সোনালীনিউজ/এম
 

Wordbridge School
Link copied!