• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ধারাভাষ্য না দিয়ে মিরপুর থেকে ফিরে গেলেন তামিম


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৭, ২০২৩, ০৫:৪৮ পিএম
ধারাভাষ্য না দিয়ে মিরপুর থেকে ফিরে গেলেন তামিম

ছবি: সংগৃহীত

ঢাকা : সারাদিন বৃষ্টি থাকায় খেলা মাঠে গড়ায়নি নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন। বাংলাদেশের ক্রিকেটারদের মতো অপেক্ষায় ছিলেন তামিমও। তবে আকাশের কান্না আর থামেনি। 

আর নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট দিয়ে অন্যরকম এক অভিষেক হয়েছে তামিম ইকবাল। গতকাল বুধবার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ধারাভাষ্য দেন তামিম। লাঞ্চ বিরতির পর দুই স্লটে মাইক্রোফোন হাতে কথা বলেন সাবেক এই অধিনায়ক।

এরপর জানিয়েছিলেন আরো একদিন আসবেন কমেন্ট্রি করতে। সেই আসাটা এসেছিলেন আজ বৃহস্পতিবার। তবে মিরপুরের কমেন্ট্রি বক্সে এসে কথা না বলেই ফিরে যেতে হয়েছে তামিমকে। কারণে দুপুর দুটা নাগাদ জানিয়ে দেওয়া হয় দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত। এরপর কমেন্ট্রি বক্স থেকে বেরিয়ে লিফট ধরে নিজের সাদা গাড়িতে করে মাঠ ছাড়েন তামিম। তার আগে অবশ্য গতকালের মতো আজও এসেছিলেন প্রেসবক্সে।

এমএএইচ

Wordbridge School
Link copied!