• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আইপিএল নিলামে মুস্তাফিজ-তাসকিন-শরিফুল


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১২, ২০২৩, ১০:১৬ এএম
আইপিএল নিলামে মুস্তাফিজ-তাসকিন-শরিফুল

ঢাকা : আগামী বছরের আইপিএলের নিলামের তালিকায় আছেন বাংলাদেশের পেস ত্রয়ী মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। সর্বোচ্চ ভিত্তি মূল্যের ক্রিকেটারদের তালিকায় আছেন মুস্তাফিজ।

নিলামের জন্য ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা সোমবার (১১ ডিসেম্বর) প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে হবে এবারের নিলাম।

নিলাম তালিকায় আছেন মোট ৩৩৩ জন ক্রিকেটার। তাদের মধ্যে ২১৪ জন ভারতীয়, ১১৯ জন বিদেশি। আইসিসির সহযোগী সদস্য দেশের ক্রিকেটার আছেন ২ জন।

নিলাম থেকে সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটার কিনতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। ১১৯ জন বিদেশির মধ্যে দল পাবেন মাত্র ৩০ ক্রিকেটার।

নিলামে সর্বোচ্চ ভিত্তি মূল্য ২ কোটি রুপি। যেখানে মুস্তাফিজ, ট্রাভিস হেড, প্যাট কামিন্স, হ্যারি ব্রুক, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্কসহ আছেন ২৩ জন ক্রিকেটার। দেড় কোটি ভিত্তি মূল্যে তালিকায় আছেন ১৩ জন।

তাসকিনের ভিত্তি মূল্য ধরা হয়েছে ৭৫ লাখ রুপি, শরিফুলের ৫০ লাখ রুপি। এই দুজনের এখনও আইপিএল খেলার অভিজ্ঞতা হয়নি।

২০২৪ আসর সামনে রেখে গত মাসে সাকিব আল হাসান ও লিটন কুমার দাসকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজকে ছেড়ে দেয় দিল্লি ক্যাপিটালস।

যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে সোমবার সাকিব জানান, এবারের নিলামে নাম দেননি তিনি। গতবার নিলামে ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা। পরে অবশ্য সরে দাঁড়ান আইপিএলে ৯টি আসরে খেলা এই অলরাউন্ডার।

গত দুই আসরে দিল্লির হয়ে খেলেন মুস্তাফিজ। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে আগে তিনি খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসে।

এমটিআই

Wordbridge School
Link copied!