ঢাকা: নতুন বছরের ক্যালেন্ডারে অবসর কমই আছে টাইগারদের। এখন পর্যন্ত নিশ্চিত হওয়া সূচি অনুসারে ৪০-টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। তার মধ্যে আধিক্য রয়েছে টি-২০ ক্রিকেটের, সূচির প্রায় অর্ধেক ম্যাচই হবে এ সংক্ষিপ্ততম ফরম্যাটের।
বছরের প্রথম মাসে বিপিএল দিয়ে ক্রিকেট শুরু করবে বাংলাদেশের ক্রিকেটাররা। ১৯ জানুয়ারি (শুক্রবার) দুর্দান্ত ঢাকা ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যে ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিপিএলের। প্রায় দেড় মাস ধরে চলবে টি-২০ ক্রিকেটের এ টুর্নামেন্ট। মার্চের ১ তারিখ অনুষ্ঠিত হবে বিপিএলের ফাইনাল।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-২০):
ফেব্রুয়ারির শেষদিকে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। তিন ফরম্যাটের সিরিজই থাকবে সেই সফরে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই টেস্টের পাশাপাশি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা।
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে (দুই টেস্ট, পাঁচ টি-২০):
এপ্রিলে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। দুই টেস্টের পর টি-২০ বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করে নিতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ টি-২০ খেলবে বাংলাদেশ। নবম টি-২০ বিশ্বকাপজুনে আইসিসি টি-২০ বিশ্বকাপের নবম আসরে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র সফর করবে বাংলাদেশ। ৪ জুন শুরু হতে যাওয়া এ বিশ্বকাপের সম্পূর্ণ সূচি এখনো চূড়ান্ত হয়নি। গ্রুপ পর্বে চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে প্রতি দল। বিদায়ী বছরে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। সেই ব্যর্থতায় প্রলেপ দিতে টি-২০ বিশ্বকাপে দারুণ কিছু করতে হবে বাংলাদেশকে।
আফগানিস্তান বনাম বাংলাদেশ (দুই টেস্ট, তিন ওয়ানডে, তিন টি-২০):
টি-২০ বিশ্বকাপের পর জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-২০ খেলবে বাংলাদেশ। এ সিরিজের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে এখনো সিরিজের ভেন্যু চূড়ান্ত হয়নি।পাকিস্তান বনাম বাংলাদেশ (দুই টেস্ট) এসিবির পর বাংলাদেশকে আতিথেয়তা দিবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২৪ সালের আগস্টে দুই টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। এর আগে ২০২০ সালে পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ।ভারত বনাম বাংলাদেশ (দুই টেস্ট, তিন টি-২০)
এরপর ভারত সফরে গিয়ে দুই টেস্ট ও তিন টি-২০ খেলবে বাংলাদেশ। এ সিরিজ দুইটি অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর-অক্টোবর মাসে। বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা (দুই টেস্ট) টানা তিনটি সফরের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে স্বাগত জানাবে বাংলাদেশ।
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শুধু দুই টেস্ট খেলেই ফিরে যাবে প্রোটিয়ারা।ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ (দুই টেস্ট, তিন ওয়ানডে, তিন টি-২০) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট খেলার পর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। সেখানে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-২০ খেলে বছর শেষ করবে বাংলাদেশ।
এআর







































